বাড়িতেই বৃষ্টির জল সংরক্ষণ প্রকল্প স্বল্প খরচেই, পথ দেখাচ্ছেন আসানসোলের শিক্ষক কিংশুক মুখোপাধ্যায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : জলই জীবন ৷ জল ছাড়া আমাদের চলে না এক মুহূর্তও৷ আর সেই জলই এক রকম অপচয় করা হচ্ছে নানাভাবে৷ ক্রমশ নিচে নেমে যাচ্ছে ভূ- গর্ভস্থ জলস্তর৷আর তার জেরেই তৈরি হচ্ছে জলের অভাব৷ চিরকালই জলের অভাব রয়েছে আসানসোলের কুলটি এলাকায়৷ তাই জল সংরক্ষণ দিবস উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে শহরজুড়ে হোর্ডিং লাগানো হয়েছে আসানসোল শহরবাসীকে সচেতন করতে। হোর্ডিংয়ে লেখা ,” জল বাঁচান , জীবন বাঁচান “৷ আগেও বিগত বাম জামানায় সালানপুরে ”রেইনসেন্টার” প্রকল্প চালু করা হয়েছিল জল সংরক্ষণের জন্য৷

কিন্তু বদলেছে সরকার৷ তাই এখন একরকম অবহেলায় পরে রয়েছে পূর্ব ভারতের প্রথম রেইনসেন্টার৷ এমনকি পড়ে আছে বন্ধ হয়েও ৷ প্রকল্পটি তৈরি করা হয়েছিল মানুষকে সচেতন করতেই। যাতে বৃষ্টির জলকে মানুষ ধরে রাখে বিশেষ পদ্ধতির মাধ্যমে। কিন্তু প্রকল্পও বন্ধ ৷সচেতন হচ্ছে না মানুষও৷ তবু কেউ কেউ আশার আলো দেখাচ্ছেন এর মধ্যেও। যেমন কুলটির মিঠানি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কিংশুক মুখোপাধ্যায়৷নিজের বাড়িতেই জল সংরক্ষণ প্রকল্প তৈরি করে ফেলেছেন একদম স্বল্প খরচেই। এর মাধ্যমে যেমন ধরে রাখা যায় বৃষ্টির জলকে, তেমনই এই জল ব্যবহার করা যায় দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে যেমন কাপড় কাচা ,বাসন মাজা বা ঘর মোছার ক্ষেত্রে৷জল সংরক্ষণ প্রকল্পটি বাড়িতে বানিয়ে নেওয়া যায় খুব স্বল্প খরচেই৷ এর জন্য মাত্র দুই থেকে তিনটি সামগ্রী লাগবে -রেইন পাইপবড় ট্যাঙ্ক মশারি বা নেটে জাতীয় কোনও বস্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *