বিজন সেতুর স্বাস্থ্য পরীক্ষা পিছিয়ে গেল পুলিশের অনুরোধেই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বালিগঞ্জের বিজন সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হবে পুজোর আগেই ৷ কেএমডিএ এর পক্ষ থেকে কলকাতা পুলিশএর কাছে এমনটাই আবেদন করা হয়েছিল ৷ অবশেষে লালবাজারের অনুরোধেই ওই সিদ্ধান্ত থেকে সরে আসে কেএমডিএ কতৃপক্ষ ৷ এবং জানায় যে বিজন সেতুর স্বাস্থ্য পরীক্ষা হবে পুজোর পরেই৷

প্রশসংগত , কেএমডিএ-র কর্তারা স্বাস্থ্য পরীক্ষার লক্ষ্যে আগামী শুক্রবার থেকে সোমবার পর্যন্ত বালিগঞ্জের বিজন সেতুটি বন্ধ রাখার জন্য প্রস্তাব দিয়েছিল কলকাতা পুলিশকে৷কিন্তু কলকাতা পুলিশ পুজোর আগে ওই চারদিন দক্ষিণ কলকাতার বালিগঞ্জ,কসবায় আশঙ্কা করছে ব্যপক যানজটের ।গড়িয়াহাট থেকে কসবা হয়ে রুবি মোড়ে যাওয়ার জন্য বালিগঞ্জের বিজন সেতুই হল একমাত্র মাধ্যম ৷ অন্যদিকে বাইপাস থেকে কসবা হয়ে গড়িয়াহাট পর্যন্ত রুটে চলাচল করে থাকে প্রচুর যাত্রীবাহি যান৷

লালবাজার সূত্রে জানানো হয়েছে , স্বাস্থ্য পরীক্ষার জন্য বালিগঞ্জ বিজন সেতুটি বন্ধ করা হলে বাইপাসগামী যানবাহনগুলো পার্ক সার্কাস কানেক্টর এবং যাদবপুর থানার সামনে দিয়ে ঘুরিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু তার ফলে গড়িয়াহাটের সঙ্গে কসবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পুজোর বাজারও ৷ তার উপর সেতুটি চারদিন বন্ধ রাখতে হলে ভেঙ্গে পড়তে পারে শহর কলকাতার ট্রাফিক ব্যবস্থা ৷ সে কথা জানিয়েছে পুলিশ৷ তারপরই কেএমডিএ স্থগিত করে দিয়েছে পুজোর আগে বিজন সেতুর স্বাস্থ্য পরীক্ষা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *