বিপুল খরচ ডিজেল খাতে , ব্যাপক লোকসানের মুখে কোল ইন্ডিয়া

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দেশ জুড়ে চরম দুর্ভোগ বেড়েছে গত মে মাসে পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে ভোট মেটার পর থেকেই ফের পেট্রল-ডিজেলের দাম লাগাতার ক্রমশ ঊর্ধ্বমুখী হওয়ায় জেরে। বিশেষ করে ডিজেলের চড়া দরের জেরে মূলত এক দিকে যেমন বেড়েছে পরিবহণ খরচ , তেমনই অন্য দিকে বেশি টাকা গুনতে হচ্ছে কৃষি বা শিল্প ক্ষেত্রকে ডিজেল-চালিত যন্ত্র ব্যবহারের জন্যও। এদিকে কোল ইন্ডিয়ার দাবি, তাদের প্রায় ৭০০ কোটি টাকা লোকসান হয়েছে চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) আর তার জন্য একমাত্র দায়ী ডিজেলের খাতে জলের মতো বার হয়ে যাওয়া বাড়তি খরচই। রাষ্ট্রায়ত্ত কয়লা সংস্থাটি ডিজেলের ভারী যন্ত্রাংশ বদলে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নির্ভর যন্ত্রাংশ ব্যবহারের পরিকল্পনা করছে এমনকি বিকল্প পথ খুঁজতে। শুধু তা-ই নয়, খরচ বাড়ায় তাঁরা ইঙ্গিত দিয়েছেন কয়লার দাম বাড়ানোরও। আর সংশ্লিষ্ট মহলের আশঙ্কা যার ধাক্কা সরাসরি বিদ্যুত্‍ বা ইস্পাত উত্‍পাদনে পড়তে পারে বলেও।

সম্প্রতি সংস্থার আয় নিয়ে বৈঠকে কোল ইন্ডিয়ার চেয়ারম্যান প্রমোদ আগরওয়াল জানিয়েছেন, ডিজেলের দাম প্রায় বেড়েছে ৩৫% । তাঁদের প্রায় ৭০০ কোটি টাকার ক্ষতি গুনতে হয়েছে এই বিপুল খরচ বৃদ্ধির জেরে।কোল ইন্ডিয়া ডিজেল-চালিত ভারী যন্ত্রের পরিবর্তে বিকল্প জ্বালানি, এলএনজি-যন্ত্র ব্যবহারের কথা ভাবছে পরিস্থিতির কথা বিচার করেই। কিছু খনিতে পরীক্ষামূলক ভাবে তা শুরুর (পাইলট) প্রকল্পের জন্য উদ্যোগী হচ্ছে গেল-এর সঙ্গে গাঁটছড়া বাঁধতেও। প্রসঙ্গত, গেল প্রাকৃতিক গ্যাস জোগানের জন্য পাইপলাইন গড়ছে উত্তরপ্রদেশ থেকে এ রাজ্যের হলদিয়া হয়ে ওড়িশা পর্যন্ত। এ ছাড়াও, কোল ইন্ডিয়া জানিয়েছে কার্বন নির্গমন কমাতে পাঁচ বছরে ১৫০০ বৈদ্যুতিক গাড়ি ব্যবহার করা হবে বলেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *