বিরল প্রজাতির ২০ টি পায়রা উদ্ধার হলো স্বরূপনগরের সীমান্তে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ফের পায়রা পাচারের চেষ্টা সীমান্ত এলাকা দিয়ে। অবশেষে পায়রাগুলি উদ্ধার করা হয় BSF-র তৎপরতায় । জানা গেছে BSF বিরল প্রজাতির ২০ টি বিদেশি পায়রা উদ্ধার করল উত্তর 24 পরগনার স্বরূপনগর সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের পথে। বৃহস্পতিবার ওই পায়রাগুলিকে এমনকি তুলে দেওয়া হয়েছে বনদপ্তরের হাতে। এদিকে BSF ও আবার নজরদারি বাড়িয়েছে বনগাঁর পেট্রাপোল ও গাইঘাটার আংরাইল সীমান্তে। চোরাকারবারিরাও এমনকি বদল করেছে তাদের গতিপথেরেও। তারা পেট্রাপোল বা আংরাইলের বদলে পাচারের করিডর হিসেবে বেছে নিচ্ছে এমনকি স্বরূপনগরের বিভিন্ন সীমান্ত এলাকাকেও।

মূলত স্বরূপনগরের দোবিলা সীমান্ত দিয়ে কয়েকজন পাচারকারী একটি কাঠের খাঁচা নিয়ে বাংলাদেশ সীমান্তের দিকে যাচ্ছিল বৃহস্পতিবার ভোররাতেই। সেই সময় তাদের ধাওয়া করে BSF। পাচারকারীরা তখন পালিয়ে যায় ওই খাঁচা ফেলেই। কর্তব্যরত জওয়ানরা তখন খাঁচা খুলে দেখেন, ভিতরে রয়েছে বিরল প্রজাতির ২০ টি বিদেশি পায়রা। সীমান্তরক্ষী বাহিনী পায়রাগুলোকে দিয়ে দেয় বনদপ্তরের বসিরহাট রেঞ্জ অফিসের হেপাজতে। জানা গিয়েছে পায়রা উদ্ধার হলেও পাচারকারীদের অবশ্য ধরতে পারেনি BSF।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *