ভারতের খারাপ সূচনা কুস্তিতেও, সোনম মালিক হারলেন প্রথম ম্যাচেই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বয়স মাত্র ১৯ বছর। সোনম সাড়া ফেলেছিলেন রিও অলিম্পিক পদক জয়ী সাক্ষী মালিককে ঘরোয়া সার্কিটে চারবার হারিয়ে। নিজের প্রথম অলিম্পিকে অবশ্য ভালো শুরু করেও ভারতীয় কুস্তিগীরকে চুকোতে হল সেই অনভিজ্ঞতার দাম । সোনম মালিক হারলেন মঙ্গোলিয়ান প্রতিপক্ষ এশিয়ান পদকজয়ী বলোর্তুয়া খুরেলখুর বিরুদ্ধে এগিয়ে গিয়েও।

সোমবার সোনম ভারতের কুস্তিগীরদের টোকিও অভিযানের সুচনা করেন। তিনি অংশ নিয়েছিলেন মহিলা ফ্রিস্টাইল কুস্তির ৬২ কেজি বিভাগে । শুরুটাও দুর্দান্ত করেন প্রতিপক্ষ এশিয়ান পদক বলোর্তুয়ার বিরুদ্ধে। সোনম ২-০ এগিয়ে ছিলেন ম্যাচের এক মিনিট বাকি থাকতে। প্রতিপক্ষকে কার্যত অস্বস্তিতে দেখা যায় আগ্রাসী ভারতীয় কুস্তিগীরের সামনে । কিন্তু চিন্তা ছিল সোনমের রক্ষন নিয়ে। ভারতীয় এই কুস্তিগীরকে অবশেষে শেষ মিনিটে ম্যাচ হারতে হল অতিরিক্ত আক্রমনাত্মক হওয়ার খেসারত দিয়ে।

একই সাথে বলোর্তুয়া তুলে নেন দুটো পয়েন্ট। স্কোর ২-২ হলেও সোনমের পয়েন্ট দুটি এসেছিল ১+১ ভাবে। অপরদিকে প্রতিপক্ষ বড় স্কোরিং মুভ (একই সাথে ২) করায় মঙ্গোলিয়ান বলোর্তুয়ারই জয় হয় নিয়ম অনুযায়ী।হেরে গেলে রিপচেজের ক্ষীন সুযোগ থাকছে সোনমের কাছে। জয়ী মঙ্গোলিয়ান বলোর্তুয়া যদি ফাইনালে পৌঁছাতে পারেন তাহলে টোকিও অলিম্পিকে আরো একবার দেখা যাবে প্রতিভাবান ভারতীয় কুস্তিগীরকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *