ভারত রাশিয়া থেকে ১১৬টি ফাইটার জেট আনাবে চিনকে চাপে রেখেই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ভারত ১১০টিরও বেশি ফাইটার জেটের অর্ডার দেবে চলতি বছরের শেষেই। এমনকি জানা গিয়েছে ক্রমশ কমে এসেছে ভারতীয় বায়ুসেনায় ফাইটার জেটের সংখ্যাও। তাই ২০২০ সালের শেষে অর্থাৎ ডিসেম্বর মাসেই রাশিয়া থেকে ভারত বরাত দেবে ১১৬টি অত্যাধুনিক ফাইটার জেটের ।দ্যা প্রিন্ট আরো জানাচ্ছে আনানো হবে ২১টি মিগ ২৯ বিমান। সূত্রের খবর এই মিগ বিমানগুলির কাঠামো তৈরি হয়েছিল ১৯৮০ সালেই , কিন্তু কখনও তা ব্যবহার করা হয়নি। কাঠামো পুরোনো হলেও, জানা গিয়েছে এর যন্ত্রপাতি অত্যাধুনিক হবে বলে।এমনকি খবর পাওয়া গেছে মিগ ছাড়াও ১২টি এসইউ-৩০ এমকেআই আনানো হবে বলেও। আনানো হতে পারে ৮৩টি তেজস মার্ক ১এ-র মতো যুদ্ধ বিমানও।

এক অনুষ্ঠানে বায়ুসেনা প্রধান আরকেএস বাদোরিয়া এমনি তথ্য দিয়েছেন। তিনি আরও বলেন যেখানে বায়ুসেনায় ৪০ স্কোয়াড্রন ফাইটার থাকার কথা, সেখানে রয়েছে ৩০ স্কোয়াড্রন ফাইটার। এদের মধ্যে বেশিরভাগই বাতিল হয়ে যাওয়া মিগ চালান।এদিকে,ভারতও এগিয়ে যেতে চলেছে সামরিক শক্তিতে চিন পাকিস্তানকে টেক্কা দিয়ে। বায়ুসেনাও পেতে চলেছে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি ফিফথ জেন ফাইটার জেটের ইঞ্জিনও। ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও ইতিমধ্যেই এই ইঞ্জিন তৈরির কাজও শুরু করে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *