ভৌতিক কার্যকলাপ পুলিশের ট্র্যাফিক গার্ডে! ভূতসন্ধানী গোয়েন্দা-বাহিনী অবশেষে নামল তদন্তে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : গল্প হলেও সত্যি! নাকি গোটাটাই গুজব! যদিও কৌতূহল বাড়বেই কাহিনি শুনলে। ভূত এবং ভৌতিক কার্যকলাপ নিয়ে নানা কাহিনি ছড়িয়ে, ছিটিয়ে থাকলেও, যেন গল্পকেও হার মানাবে এ কাহিনি। পুলিশকে এক হাত নিল ভূত! ভয়, টয় নয়, ঘুমের মধ্যে একেবারে সোজা চড়! এই নিয়েই লালবাজার আপাতত তোলপাড় ।জানা গেছে , দিন কয়েক ধরে ভৌতিক কার্যকলাপ হয়েছে উত্তর কলকাতার জোড়াবাগানে ট্রাফিক পুলিশ গার্ডে। যার জন্য রীতিমতো ময়দানে নেমে পড়তে হয়েছে ভূতসন্ধানী গোয়েন্দা-বাহিনীকে।পুলিশের দু রাতেই নাকি ঘুম উড়ে গিয়েছে এই ভূতের কারণে ! যদিও গোয়েন্দা বাহিনী বলছে, তারা কোনও ভৌতিক কার্যকলাপের সাক্ষী হতে পারেননি জোড়াবাগানের ওই বাড়িতে দুই রাত থেকেও।

অথচ,এখনও চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন ট্র্যাফিক গার্ডে বদলি হওয়া এক সার্জেন্ট। তাঁর দাবি, এই যা রক্ষে রাতে এসে ভূত চড় মেরেছে ! তিনি ঘরে কাউকে দেখতে পারেননি চড় খেয়ে ঘুম ভাঙার পর। তাহলে কোথাও নিশ্চয়ই রহস্য রয়েছে। আরো জানা গেছে, লালবাজারের শীর্ষ কর্তারা ‘ডিটেক্টিভস অব সুপারন্যাচারাল’-এর সাহায্য নিয়েছেন ভূতের হানার কাহিনি বিভিন্ন মহলে ছড়িয়ে পড়তেই। ভূতসন্ধানীদের মধ্যে কয়েকজনের কথায়, তাঁরা জোড়াবাগানের ওই বাড়িতে এক রাত থেকেছেন। অশরীরীর উপস্থিতি টের পাওয়া যায় ইলেকট্রো ম্যাগনেটিক ফিল্ড জরিপ করার যন্ত্র দিয়ে। কিন্তু সেই রাতে সেই যন্ত্রে কোনও কিছুই ধরা পড়েনি। গোটা বিষয়টা অস্বীকার করেছেন বাড়ির পুরনো সদস্যরাও। এরপরেও ট্রাফিক গার্ডের ওই পুলিশ কর্তার কথায়, সবটাই মনের ভুল তিনি নারাজ এটা মানতে। যেভাবে চড় খেয়েছেন ঘুমের মধ্যে সেটা মনের ভুল হতেই পারে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *