মন্ত্রী মলয় ঘটক দাঁড়াল বার্নপুরে ইস্কোর কারখানায় গ্যাস দুর্ঘটনায় মৃত শ্রমিকদের পরিবারের পাশে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমানের জেলাশাসক বিভু গোয়েল এবং আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার অজয় ঠাকুর গেলেন বার্নপুরে ইস্কোর কারখানায় গ্যাস লিক করে মৃত দুই ঠিকা শ্রমিকের বাড়িতে। মন্ত্রী মলয় ঘটক এদিন দু’লক্ষ টাকা করে চেক তুলে দেন মৃত দুই শ্রমিকের পরিবারের হাতে। মৃতদের পরিবারের সদস্যদের তিনি আরও বলেন, ”এই খবর পেয়ে দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি,নির্দেশ দিয়েছেন আপনাদের পাশে থেকে যা যা করণীয় তা করারও।”

প্রসঙ্গত, বুধবার দুপুরে গ্যাস লিক করে দুর্ঘটনা ঘটে ইস্কোর ইস্পাত কারখানার একটি নির্দিষ্ট অংশে কাজ করার সময়। শ্রমিকেরা আরও জানিয়েছেন, ওই দুর্ঘটনা ঘটে কারখানার সিওবি ১১ নম্বর ব্যাটারি ইউনিটে। সুমন বিশ্বাস এবং বাপন সরকার নামে দুই ঠিকা শ্রমিক গ্যাসের প্রভাবে অসুস্থ হয়ে পড়েন সালফার ট্যাঙ্কে নেমে কাজ করার সময়। সিআইএসএফ এসে তাঁদের উদ্ধার করে অক্সিজেন মাস্ক পরে নেমে। ইস্কো হাসপাতালে নিয়ে গেলে চিকিত্‍সকরা ‘মৃত’ ঘোষণা করেন সুমন এবং বাপনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *