মহামেডান স্পোর্টিং শিল্ডের শেষ চারে রিয়াল কাশ্মীরের মুখোমুখি গোকুলামকে পরাজিত করে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মহামেডান স্পোর্টিং ১২৩তম আইএফএ শিল্ডের শেষ চারে পৌঁছে গেল তীর্থঙ্কর সরকারের গোলে গোকুলাম কেরালাকে পরাজিত করে। ২০১৪ পর ফের শতাব্দীপ্রাচীন ক্লাবের সামনে ফিরে এল শিল্ড জয়ের হাতছানি। ফাইনাল সুনিশ্চিত করার লক্ষ্যে আগামী বুধবার সেমিফাইনালে সাদা-কালো শিবির মুখোমুখি হবে রিয়াল কাশ্মীর এফসি’র।

সোমবার কল্যাণী স্টেডিয়ামে হোসে হেভিয়ার দল এগিয়ে যায় ম্যাচের ৯ মিনিটেই। দক্ষিণের দলটি ইতিবাচকভাবে শুরু করলেও মহামেডান লিড নেয় ম্যাচের গতির বিরুদ্ধে গিয়ে। গোকুলাম গোলরক্ষক উবেদ প্রতি-আক্রমণ থেকে বল ধরে বিপক্ষ বক্সে অবৈধভাবে বাধা দেন আগুয়ান ফিলিপ আদজাকে। রেফারি কোনও ভুল করেননি পেনাল্টি দিতে। তীর্থঙ্কর সরকার দলকে এগিয়ে দেন স্পটকিক থেকে কোয়ার্টার ফাইনালে। এমনকি গোকুলাম কেরালাও পেনাল্টি পেয়েছিল পালটা ২৩ মিনিটে ম্যাচে।

গোকুলাম পেনাল্টি পায় জিথিন এমএসের গোলমুখী শট বক্সের মধ্যে এক সাদা-কালো ডিফেন্ডার হাতে লাগালে। কিন্তু অধিনায়ক মহম্মদ আওয়াল নিশানায় অব্যর্থ থাকতে পারেননি স্পটকিক থেকে। তবে এখানেই শেষ নয়। প্রথমার্ধের শেষদিকে দক্ষিণের দলটির কাছে ওপেন-প্লে থেকে একাধিক সুযোগ চলে এসেছিল সমতা ফেরানোর। শিবিল হেড করতে পারেননি ডেনিসের বামপ্রান্তিক ক্রস থেকে ফাঁকা গোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *