মহিলার আত্মহত্যার চেষ্টা গুয়াহাটিতে প্রাণ বাঁচাল কলকাতা পুলিশ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : পিকনিক গার্ডেন এলাকায় এর আগে ঘটেছিল এই ধরনের একটি ঘটনা । ফেসবুক লাইভে আত্মহত্যার চেষ্টা । কলকাতা পুলিশ সে বার প্রাণ বাঁচিয়েছিল খবর পাওয়া মাত্রই। তৎপরতার সঙ্গে পুলিশ পৌঁছে গিয়ে আত্মহত্যার চেষ্টা রুখে দিয়েছিল কয়েক মিনিটের মধ্যেই। কিন্তু প্রায় এক হাজার কিলোমিটার দূর থেকে এভাবে করোর জীবন বাঁচানো যাবে, প্রথমটায় ভাবতেই পারেনি কলকাতা পুলিশ । তবুও মরিয়া চেষ্টা চালানো হয় কলকাতা পুলিশের পক্ষ থেকে। সাফল্যও আসে শেষ মুহূর্তেও৷ অবশেষে কলকাতা পুলিশের চেষ্টায় প্রাণে বাঁচলেন অসমের গুয়াহাটির এক মহিলা৷

পুলিশকর্তারা বলছেন, দেশের পূর্বাঞ্চলের সবথেকে সব ভালো তদন্তকারী সংস্থা হিসেবে কলকাতা পুলিশকেই উপযুক্ত বলেই মনে করে ফেসবুক কতৃপক্ষ । সেই সূত্র ধরেই মঙ্গলবার মাঝরাতে একটি জরুরি ইমেইল আসে কলকাতা পুলিশের কাছে। ইমেইল টি পাঠায় ফেসবুক কতৃপক্ষ । ফেস বুক এর পক্ষ থেকে এও বলা হয় যে , গুয়াহাটিতে এক মহিলা ফেসবুক লাইভ করে আত্মহত্যা করতে চলেছেন। দেওয়া হয় সংশ্লিষ্ট লিঙ্কও। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক কর্তা সেই লিঙ্ক খোলেন মুহূর্তের মধ্যে। দেখেন ফেসবুক কর্তৃপক্ষের বক্তব্যই ঠিক । আরও দেখা যায়, টুলের উপর দাঁড়িয়ে রয়েছেন এক মহিলা । গলায় তাঁর ফাঁস । সেই ফাঁস মজবুত কি না টেনে টেনে বার বার দেখছেন । সঙ্গে সঙ্গেই কলকাতা পুলিশ অফিসাররা ফোন করতে শুরু করেন গুয়াহাটি পুলিশকে। গুয়াহাটি পুলিশকে সঙ্গে সঙ্গে পেয়ে যান ফোনেও। জানা যায়, ওই ঘটনা ঘটছে চ্যাঙসারি থানা এলাকায় । গুয়াহাটি পুলিশ কমিশনারেট খবর দেয় সেই থানায় । ওই মহিলার বাড়িতে পুলিশ পৌঁছে যায় তৎপরতার সঙ্গেই।পুলিশ দরজা ভেঙেই ঘরে ঢুকে পড়ে। প্রাণ বাঁচে মহিলারও।লাইভেই কলকাতা পুলিশের গোয়েন্দা কর্তা দেখতে পান গোটা ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *