মালদহের কালিয়াচকে অস্ত্র কারখানার খোঁজ মিলল ভোটের আগেই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তারা যে মোটেই খুশি নয় নির্বচন কমিশন তা বুঝিয়ে দিয়েছে এডিজি (আইনশৃঙ্খলা)-কে এমনটাই সূত্রের খবর মিলেছে নির্বাচন কমিশন সূত্রে। এই পরিস্থিতির মধ্যেই রাজ্যে ফের হদিশ মিলল বেআইনি অস্ত্র কারখানার। এমনকি দু’জনকে গ্রেপ্তারও করা হয়েছে এই ঘটনায়৷

এই অস্ত্র কারখানার হদিশ মিলেছে মূলত মালদার কালিয়াচক এলাকায়। কলকাতা পুলিশের এসটিএফ প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে এমনকি সেখান থেকেও। দু’জনকে গ্রেপ্তারও করা হয়েছে এমনকি স্থানীয় থানার সহযোগিতায়৷ ধৃতদের নাম যথাক্রমে মহম্মদ ফারুক আলম ও মহম্মদ রেজা । অন্য একটি বাড়ির ছাদ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে। কীভাবে এই আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সেখানে এল ? কী করতে সেগুলি সেখানে মজুত রাখা হয়েছিল, লালবাজারের গোয়েন্দারা তা জানার চেষ্টা চালাচ্ছেন।আরও জানা গিয়েছে, এসটিএফ কলকাতায় এনে ধৃতদের জেরা করতে চাইছে নিজেদের হেপাজতে রেখেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *