যৌথ নৌ মহড়া ভারত মহাসাগরে, অংশ নিলো ভারত-আমেরিকা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : রবিবার থেকে ভারত-আমেরিকার যৌথ নৌ মহড়া শুরু হয়ে ভারত মহাসাগরে। এই মহড়া শেষ হবে আজ সোমবার। জানা গিয়েছে, এই মহড়ার আয়োজন করা হয় দু দেশের পারস্পরিক সামরিক সহযোগিতাকে আরও সুদৃঢ় করে তুলতেই। নৌ মহড়া হলেও ভারতীয় বায়ু সেনাও অংশ নেয় এই বিশেষ কর্মসূচিতে। এই মহড়ায় অংশ নেয় এমনকি সেনার একাধিক যুদ্ধ বিমানও।এরফলে মনে করা হচ্ছে মার্কিন সেনার নানান খুঁটিনাটি কলা কৌশল ভারতীয় বায়ুসেনার সামনে আসবে বলেও। যাতে ভারতীয় সেনারই আখেরে লাভ হবে।

যদি প্রথম দিকে চিন তীব্র আপত্তি তুলেছিল এই সামরিক মহড়া নিয়ে। যদিও সম্প্রতিতে চিন আর কোনও মন্তব্য করেনি এ বিষয়ে। প্রসঙ্গত, চিন শক্তি কায়েম করতে চায় ভারত মহাসাগরে নিজেদের দখলদারি মনোভাব দেখিয়ে। সেখানে এই ধরণের যৌথ মহড়া যে চরম অস্বস্তিতে ফেলবে বেজিংকে তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *