রাজস্থানের পর বার্ড ফ্লু-র আতঙ্ক ছাড়াল কেরলেও , মৃত্যু হল ১২ হাজারের বেশি পাখির

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ডিসেম্বরের শেষ সপ্তাহে অনেক পাখি মরতে দেখা যায় কেরলের আলাপ্পুঝা ও কোট্টায়াম জেলায়। ভোপালের গবেষণাগারে পাঠানো হয় আটটি মৃত পাখির নমুনা। সেখানে বার্ড ফ্লুর লক্ষণ দেখা যায় পাঁচটি পাখির শরীরে। কেরল সরকার এও জানিয়েছে, ১৫০০-র বেশি হাঁস মারা গিয়েছে নেনদুর অঞ্চলে। এমনকি অনেক পাখিও মারা গিয়েছে আল্লাপুঝা জেলার কুট্টানাড অঞ্চলেও। সব মিলিয়ে রাজ্যে ইতিমধ্যেই মারা গিয়েছে প্রায় ১২ হাজার পাখি। এদিকে রাজ্য প্রশাসন কন্ট্রোল রুমও তৈরি করেছে পরিস্থিতির মোকাবিলায়। আরও স্থির হয়েছে, যেখানে পাখিগুলি মরেছে, আরও ৩৬ হাজার পাখিকে মেরে ফেলা হবে তার এক কিলোমিটার পরিধির মধ্যে।

রাজ্যের পশুপালন দফতরের মন্ত্রী কে রাজু আরও বলেছেন, যে চাষিদের পাখি মেরে ফেলা হবে, সরকার ক্ষতিপূরণ দেবে তাদের সকলকে। সাধারণত প্রথম বার্ড ফ্লুর লক্ষণ দেখা যায় বুনো হাসের শরীরেই। পরে তা ছড়িয়ে পড়ে পোলট্রির পাখিদের মধ্যেও। মূলত মুরগি, টার্কি ও হাঁস আক্রান্ত হয় এই রোগে। এর আগে ২০১৬ সালে বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছিল কেরলে অনেক জায়গায়।প্রসঙ্গত, রবিবার রাজস্থানে সাতটি কাককে জল মহলের সামনে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। সেই সংখ্যাও ক্রমশ বাড়তে থাকে ধীরে ধীরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *