রাজ্যের একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে দুপুরের পর

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : তাপমাত্রা চড়তে শুরু করেছে এপ্রিলের শুরুতেই৷ একদিকে রাজনৈতিক উত্তাপ অন্যদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি, এই দুইয়ের দাপটে একরকম নাজেহাল অবস্থা রাজ্যবাসীর৷ বৃহস্পতিবার সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও রোদের দেখা মিলেছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে৷ আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে প্রবল কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকেই ৷

আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ .৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা দু’ডিগ্রি কম । গত ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ .৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৮ শতাংশ। কলকাতায় কোনো বৃষ্টিপাত হয়নি এমনকি গত ২৪ ঘণ্টায় । তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে সন্ধের দিকে৷ কলকাতায় আলিপুর আবহাওয়া অফিস হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে৷ পাশাপাশি বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *