রাজ্যে পূর্ণ লকডাউনের জেরে আগামিকাল সম্পূর্ণ বন্ধ থাকবে রেল পরিষেবা, বাতিল হচ্ছে একাধিক ট্রেনও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বুধবার রাজ্যে পূর্ণ লকডাউনের দিনে এবার রেল পরিষেবা বন্ধ থাকবে বিমান পরিষেবার মতোই।পূর্ণ লকডাউনে এবার সমস্ত স্পেশাল ট্রেন বন্ধ থাকবে এ রাজ্যে। সাপ্তাহিক লকডাউনের দিনগুলোতে এবার স্পেশাল ট্রেন না চালানোর জন্য আগেই সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় রেল। ফলে আগামীকাল রেল থাকছে না হাওড়া,শিয়ালদহ, আসানসোল,শিলিগুড়ি স্টেশনে। আগামিকাল বুধবার পশ্চিমবঙ্গে সাপ্তাহিক লকডাউন কার্যকর থাকছে এ রাজ্যে।

রেল সূত্রে আরও খবর, এই দিন রাজ্য থেকে ছাড়বে না কোনও ট্রেন। এমনকি ট্রেন এখানে এসে পৌছবে না অন্য রাজ্য থেকেও। এদিকে পূর্ব, দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্ব সীমান্ত রেল আগে ভাগেই জানিয়ে দিয়েছে হাওড়া, শিয়ালদহ, খড়গপুর শিলিগুড়ি সহ একাধিক ডিভিশনে ট্রেন বাতিলের কথাও। যে সমস্ত ট্রেন আগামিকাল বাতিল থাকছে তার মধ্যে আছে আপ ও ডাউন হাওড়া-পাটনা এক্সপ্রেস, হাওড়া-নিউ দিল্লি এসি এক্সপ্রেস, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার স্পেশাল ট্রেন। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে আরও জানানো হয়েছে, আগামী কাল বাতিল থাকছে চলেছে শিয়ালদহ-ভুবনেশ্বর এবং ভুবনেশ্বর-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেসও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *