রেললাইনে ধাক্কা ট্রলির সঙ্গে , হাওড়া-সেকেন্দ্রবাদ এক্সপ্রেস রক্ষা পেল বড় রকমের দুর্ঘটনা থেকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মেরামতির কাজ চলছিল রেললাইন। তাই ট্রলি দাঁড়িয়েছিল ট্র্যাকের উপরই। ওই ট্রলিতে সোজা গিয়ে ধাক্কা দিল হাওড়া-সেকেন্দ্রাবাদ স্পেশ্যাল এক্সপ্রেস। আপ হাওড়া-সেকেন্দ্রাবাদ স্পেশ্যাল এক্সপ্রেস বড়সড় বিপদ এড়াল সাঁতরাগাছির এই দুর্ঘটনায়। কোনও প্রাণহানি ঘটেনি এই ঘটনায়, তবে ছড়িয়েছে ব্যাপক আতঙ্ক।ফের একাধিক প্রশ্ন উঠে গিয়েছে এমনকি যাত্রী নিরাপত্তা নিয়েও।যদিও দক্ষিণ-পূর্ব রেলের কোনও কর্তা দুর্ঘটনা নিয়ে এখনও মুখ খোলেননি।

ঘড়িতে সময় প্রায় সাড়ে ১১টা। সেকেন্দ্রাবাদ স্পেশ্যাল ট্রেনটি ছেড়েছিল হাওড়া স্টেশন থেকেই।আচমকাই দুর্ঘটনা ঘটে সাঁতরাগাছির কাছে এসে। রেলট্র্যাকের উপর একটি ট্রলি দাঁড়িয়েছিল।কাজ চলছিল রক্ষণাবেক্ষণেরও । ফলে ট্রেনটি এসে ট্রলিতে সজোরে ধাক্কাও মারে। ট্রেনটি থেমে যায় ব্যাপক ঝাঁকুনি দিয়ে। ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এমনকি যাত্রীদের মধ্যেও।

ট্রেনটি বেশ কিছুক্ষণ ধরে আটকে ছিল এমনকি দুর্ঘটনার জেরে। দাঁড়িয়ে পড়ে অন্যান্য ট্রেনও। সরিয়ে নিয়ে যাওয়া হয় দুর্ঘটনাগ্রস্ত ট্রলিটিকেও। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেলের আধিকারিকরাও। যদিও কী কারণে এমন দুর্ঘটনা ঘটল, রেলকর্তাদের তা নিয়ে মুখে কুলুপ। দক্ষিণ-পূর্ব রেলসূত্রে খবর, ঘটনার তদন্ত হবে। কারণ স্পষ্ট হবে তারপরই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *