সবকিছুই সাম্প্রদায়িকতার দৃষ্টিভঙ্গিতে দেখতে চায় দেশের সংবাদমাধ্যম’‌, তীব্র ক্ষোভপ্রকাশ করল দেশের শীর্ষ আদালত

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এ দেশের শীর্ষ আদালত তীব্র ক্ষোভপ্রকাশ করল সংবাদমাধ্যমের একাংশের উপর। মূলত সুপ্রিম কোর্টে একটি পিটিশন জমা পড়েছিল গত বছরের মার্চে দেশে করোনার দাপট শুরু হওয়ার সময় তবলিঘি জামাত সংগঠনের জমায়েতকে দায়ী করা নিয়ে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা বৃহস্পতিবার এমনই মন্তব্য করলেন একটি মামলার শুনানিতে। তিনি বলেছেন, ‘‌সমস্যাটা হল, সংবাদমাধ্যমের একাংশ এদেশের সব কিছুকেই দেখতে চায় সাম্প্রদায়িকতার দৃষ্টিভঙ্গিতে।মূল সমস্যা এটাই । এর ফলে খারাপ হবে দেশের নামই।’‌ সুপ্রিম কোর্টে জমা পড়া পিটিশনে এও দাবি করা হয়েছে বহু সংবাদমাধ্যম কোভিডকে সাম্প্রদায়িক রং দিচ্ছে ।

শুনানিতে প্রধান বিচারপতি ভর্ত্‍সনা করেন এমনকি ওয়েব পোর্টালগুলিকেও । রামানা বলেছেন, ‘‌ওয়েব পোর্টালগুলি কেবল শোনে প্রভাবশালী কণ্ঠস্বরের কথাই। দায়িত্বজ্ঞানহীনের মতো যা খুশি লেখে প্রতিষ্ঠান ও বিচারপতিদের বিরুদ্ধে । ওরা কেবলই উদ্বেগ দেখায় প্রভাবশালীদের বিষয়ে।কোনও মাথাব্যথা নেই বিচারপতি, প্রতিষ্ঠান ও সাধারণ মানুষদের নিয়ে।অন্তত তাই বলছে আমাদের অভিজ্ঞতা।’‌

উল্লেখ্য ,গত বছর মার্চে তবলিঘি জামাত সংগঠন এক বিরাট ধর্মীয় সমাবেশের আয়োজন করে দিল্লির মার্কাজ মসজিদে । দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করে এর কয়েক সপ্তাহের মধ্যেই। শুরু হয় দেশব্যাপী লকডাউনও । প্রশ্ন ওঠে, করোনা সংক্রমণের কেন্দ্রবিন্দু কি তবে দিল্লির নিজামুদ্দিনের মার্কাজ মসজিদই? এবার শীর্ষ আদালতের ক্ষোভের মুখে পড়তে হল সংবাদমাধ্যমের একাংশ এই প্রশ্ন তোলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *