সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির স্মার্টফোন হাজির ভারতের বাজারে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : একাধিক চিনা দ্রব্য ভারতের বাজারে ব্যান করা হয়েছিল চিন ভারত সংঘর্ষের পরে। আর তারপরেই একাধিক দেশীয় প্ল্যাটফর্ম নতুন ভাবে ফেরার পরিকল্পনা করেছিল ভারতের বাজারে। আর তার মধ্যে মাইক্রোম্যাক্সই এগিয়ে এসেছিল সবার আগে. তাদের তরফে আগেই জানানো হয়েছিল ফের আনা হবে নতুন ফোন। আর সেই কারণে তাদের তরফে আনা হয়েছে micromax in1b। আর যা নিয়ে বেশ আকর্ষণও রয়েছে গ্রাহকদের মধ্যে।

তারা ইতিমধ্যেই নিয়ে এসেছে দুটি নয়া সিরিজের ফোন note 1 , note 1b । আর উন্নত দেশীয় প্রযুক্তির সুবিধাও রয়েছে এই দুই ফোনে। আর এই ফোন নিয়ে আকর্ষণও রয়েছে গ্রাহকদের মধ্যে। এই ফোনের দাম একদম নাগালের মধ্যেই রাখা হয়েছে গ্রাহকদের কথা ভেবেই। যাতে সহজেই এই ফোন কিনতে পারে সব ধরনের মানুষজনই। পাশপাশি এই ফোনে উন্নত প্রসেসরও রয়েছে। জানা গিয়েছে এতে রয়েছে mediatek helio g35 processor। এছাড়া এতে রয়েছে ১০ ডবলু দ্রুত চার্জের সুবিধা। রয়েছে টাইপ সি কেবলের সুবিধা। রয়েছে ৬.৫২ ইঞ্চি ডিসপ্লে। এছাড়া রয়েছে ডুয়েল সিমের সুবিধা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *