সাধারণ মানুষ কুশ পুতুল দাহ করে বিদায় জানাল ২০২০ কে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ২০২০ মানেই শুধুই ‘বিষময়’, বিষাদময় একটা বছর।বালুরঘাটের রঘুনাথপুর এলাকার স্থানীয়রা ২০২০ এর কুশ পুতুল দাহ করলেন এই দাবি করেই। সংস্কৃতির শহর বালুরঘাট ২০২১ ’এর বরণ লগ্নে শেষ পর্যন্ত নজির গড়লো ২০২০ কে অভিনব এক কায়দায় বিদায় জানিয়ে ।একের পর এক প্রিয়জনের মৃত্যু করোনা, আমফান সহ নানান দুর্যোগের কারণে। চারিদিকে শুধুই ভয়,আতঙ্ক আর হাহাকার। যা মানুষকে তাড়া করে বেড়াচ্ছে ইংরেজি বর্ষশেষের শেষ ক্ষনেও।

২০২০ সালে একের পর এক দুঃসংবাদ ও দুঃখজনক ঘটনায় মানুষজন এতটাই ক্ষুব্ধ যে কুশ পুতুল বানিয়ে আগুনে দাহ করলেন তার নামে। যাতে আর যেন কখনও ফিরে না আসে এমন একটা দুঃসময়। তাঁরা ২০২১ ’এ সবার শুভ কামনাও জানিয়েছেন অভিশপ্ত এই বছরকে বিদায় জানানোর পাশাপাশিও। এবার নতুন বছর উদযাপিত হয়েছে আশা-হতাশা এবং করোনা সংকটের মাঝেই। নাইট কার্ফু, করোনার নির্দেশিকা এবং প্রোটোকলের মধ্যে দিয়েই শুরু হয়েছে ২০২১ সাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *