সামনের বৈশাখেই বিয়ের ঠিক হয়েছিল ছত্তিশগড়ের মৃত জওয়ানের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বিয়ে ঠিক হয়েছিল সামনের বৈশাখেই । সেইমতো তোড়জোড় শুরু করেছিল ছত্তিশগড়ের মৃত জওয়ানের পরিবারও । কিন্তু তার আগেই বাড়ির একমাত্র ছেলের মৃত্যুর সংবাদ আসায় পরিবারে নেমে এলো শোকের ছায়া । পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী১ নম্বর ব্লকের নাদনঘাট থানার উত্তর শ্রীরামপুরের ঘোষপাড়ার বাসিন্দা সুরজিৎ সরকার। বয়স ২৫। বর্তমানে তিনি কর্মরত ছিলেন ছত্তিশগড়ের নারায়ণপুরের বস্তারে।জানা যায় গতকাল ছত্তিশগড়ের নারায়ণপুরে মাসুদুল রহমান(৩৩) নামে এক ITBP জওয়ান গুলি করে তারই পাঁচ সহকর্মীকে।চার জনেরই মৃত্যু হয় ঘটনাস্থলে। পরে আত্মঘাতী হন মাসুদুল । আরও তিন জওয়ান জখম হয় এই গুলি চালানোর ঘটনায়। আরও একজনের মৃত্যু হয় তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে। মাসুদুলের গুলিতে মৃত পাঁচ জওয়ানের মধ্যে একজন ছিলেন সুরজিৎ।

ছেলের মৃত্যুর খবর পাওয়া মাত্রই কান্নায় ভেঙে পড়েন সুরজিতের বাবা, পেশয়া তাঁত শিল্পী পীযূষ সরকার ও মা পার্বতী সরকার । সামনের বৈশাখ মাসে বিয়ে ঠিক হয়েছিল সুরজিতের । তাই বাড়ির পাশে নতুন একটি বাড়ি নির্মাণের কাজ শুরু করা হয় ছেলে ও বউমার জন্যও । কিন্তু তার মধ্যেই ছেলের মৃত্যুর খবরে চরম দিশেহারা হয়ে পড়েছে মৃত জওয়ানের পরিবারের আত্মীয় পরিজনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *