স্বাস্থ্যসাথী প্রকল্পে কোনো রকম হেনস্থার শিকার হলে থানায় যান এমনটাই জানালেন এ রাজ্যের ‌মুখ্যমন্ত্রী

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : তিনি যে স্বাস্থ্যসাথী প্রকল্পে কোনওরকম গাফিলতি বরদাস্ত করবেন না সোমবার রাণাঘাটের জনসভায় মুখ্যমন্ত্রী ফের সেটাই স্পষ্ট করে দিলেন। এদিন রাণাঘাটের হবিবপুরের ছাতিমতলার জনসভায় তিনি এও বলেন, ‘‌কোনও নার্সিংহোম স্বাস্থ্যসাথী প্রকল্প না নিলে ব্যবস্থা নেওয়া হবে এমনকি তার বিরুদ্ধে।স্বাস্থ্যসাথীতে হেনস্থা হলেই থানায় যান। গরিবকে হয়রান করলে মনে রাখবেন আমরাই নার্সিংহোমকে লাইসন্স দিই।’

এর সঙ্গেই কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্পকে ঠুকে জনতার উদ্দেশ্যে মমতার প্রশ্ন, ‘‌আয়ুষ্মান প্রকল্পে শতকরা ৪০ টাকা দিতে হয়। কিন্তু কোনও টাকা দিতে হয় না আমাদের স্বাস্থ্যসাথীতে। এবার বলুন কোন প্রকল্প ভালো?‌’‌ মুখ্যমন্ত্রী আরও জানান,কোনও টাকা লাগে না রাজ্যে কৃষিজমির মিউটেশন, কৃষকদের শস্যবিমার জন্য। লকডাউনের সময় ফিরে আসা কাজ পেয়েছেন ৫০,০০০ পরিযায়ী শ্রমিক। ছাত্রছাত্রীদের ১২ লক্ষ ট্যাব দেওয়ার ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, ট্যাব কিনে স্কুলকে রসিদ দেখালেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *