স্বাস্থ্য কর্মীদের একাংশ করোনা টিকা বয়কট করল মালদায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মালদা জেলার মহিলা স্বাস্থ্য সহকারী ও সুপারভাইজাররা একাধিক দাবি নিয়ে স্বাস্থ্য দপ্তর ও রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছেন বিগত ৪০ বছর ধরে৷ কিন্তু অভিযোগ উঠেছে এখনও পর্যন্ত তাঁদের দাবিগুলি নিয়ে দপ্তর কিংবা সরকার পক্ষ কোনও চিন্তাভাবনা করেনি বলেই৷ এই স্বাস্থ্যকর্মীরা নিজেরা করোনার টিকা নেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন তারই প্রতিবাদে৷ তবে তাঁরা কোনো ভাবে নিজেদের সরিয়ে রাখেননি টিকাকরণের কাজে৷ কাজ করে যাচ্ছেন নিজেদের৷ এ নিয়ে শুক্রবার এই কর্মীরা নিজেদের ক্ষোভ উগরে দেন পুরাতন মালদার মৌলপুর গ্রামীণ হাসপাতালে৷

মৌলপুর গ্রামীণ হাসপাতালে কর্মরত এমনই এক স্বাস্থ্যকর্মী মানসী হালদার বলেন, “আমরা করোনা টিকা বয়কট করেছি দপ্তরের দীর্ঘদিনের বঞ্চনার প্রতিবাদেই৷ ২৫ জন সহকারী ও ছ’জন সুপারভাইজারের কেউই আমরা এখানে টিকা নিইনি৷ আমরা এই টিকা নেব আমাদের দাবি পূরণ হলে তবেই৷ তবে আমরা চালিয়ে যাচ্ছি টিকাকরণের কাজ৷”

জানা গেছে , মালদা জেলায় এমন স্বাস্থ্যকর্মী রয়েছেন প্রায় ৫৫০ জন৷ তার মধ্যে এই সংগঠনের আওতায় থাকা প্রায় ৫০০ জন কর্মী নিজেদের দূরে সরিয়ে রেখেছেন টিকা নেওয়া থেকে৷ তবে সেক্ষেত্রে করোনার টিকা নিচ্ছেন পুরাতন মালদা শহর ও গ্রামীণ এলাকার আশাকর্মী থেকে শুরু করে পৌরসভার অঙ্গনওয়াড়ি কর্মীরাও ৷পৌরসভার স্বাস্থ্য বিভাগের নোডাল অফিসার সাধনচন্দ্র দাস বলেন, “এই পৌর এলাকা থেকে করোনা টিকাকরণের জন্য পাঠানো হয়েছিল ৪২ জনের নাম৷ তার মধ্যে প্রথম দুই দফায় ২৭ জন টিকা পেয়েছেন৷ আমি ও একজন মেডিকেল অফিসার-সহ মোট ১০ জন এই টিকা পেয়েছি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *