স্বেচ্ছাসেবী সংস্থা খাদ্যসামগ্রী তুলে দিল দূরপাল্লার ট্রাক ও গাড়ি চালকদের হাতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : গোটা দেশ তথা এ রাজ্যে খুবই ভয়াবহ পরিস্থিতি করোনা অতিমারীতে৷ চারিদিকে শুধুই মৃত্যুর হাহাকার ৷ যদিও এখন অনেকটাই নিয়ন্ত্রণে এই ভয়াবহ পরিস্থিতি। কার্যত লকডাউন চলছে পশ্চিমবঙ্গে , তাতে জারি করা হয়েছে বেশ কিছু বিধিনিষেধও। এদিকে সমস্ত হোটেল-ধাবা বন্ধ হয়ে রয়েছে লকডাউনের জেরে৷যার ফলে ফলে জাতীয় সড়কে চলাচলকারী দূরপাল্লার পণ্যবাহী লরির চালক ও খালাসিরা খাবারের চরম সমস্যায় পড়েছেন। তাঁদের এই সমস্যার কথা মাথায় রেখে উত্তর দিনাজপুর জেলার স্বেচ্ছাসেবী সংস্থা, নিগমানন্দ যুব সংঘ ইসলামপুর শ্রীকৃষ্ণপুর এলাকায় খাদ্যসামগ্রী তুলে দিল ৩১ নম্বর জাতীয় সড়কে দূরপাল্লার লরিচালকদের হাতে। সংস্থার পক্ষ থেকে সংগঠনের কর্মীরা ৩১ নম্বর জাতীয় সড়কে চলাচলকারী দূরপাল্লার লরিচালকদের হাতে মিষ্টি, ফল, রুটি, ভাত ও জলসহ কিছু খাদ্যসামগ্রীও তুলে দেন।

সংগঠনের এক কর্মী তরুণ দত্ত জানান,দূরপাল্লার গাড়ি চলছে লকডাউন পরিস্থিতির মধ্যেও৷ কিন্তু চালক-খালাসিরা রাস্তায় কোন খাবার পাচ্ছেন না হোটেল-ধাবা বন্ধ থাকায়, যার জন্য চরম অসুবিধার মধ্যে পড়ছেন তাঁরা । এদিন খাদ্যসামগ্রী তুলে দেওয়া হল তাঁদের হাতে। তিনি আরও বলেন, ‘‘ সেবা দিবস উদযাপন উপলক্ষে গ্রহণ করা হয়েছে এই কর্মসূচি। ঠাকুর নিগমানন্দ যুব সংঘের পক্ষ থেকে প্রায় ১০০টি প্যাকেট করা হয়েছে।’’ এদিকে লরিরচালক ও খালাসীরাও খুব আপ্লুত লকডাউন চলাকালীন হাতে খাদ্যসামগ্রী পাওয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *