১০১০ কিমি গতিবেগ প্রতি ঘন্টায়, বিশ্বের দ্রুততম গাড়ি আসছে বাজারে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এখন বাজারে বিক্রির জন্য একেবারে তৈরি রাস্তার ওপরে চলা সবচেয়ে দ্রুততম গাড়ি। জানা গেছে এই গাড়ির নাম ব্লাডহাউন্ড সুপারসোনিক কার। এই গাড়িটি ইতিমধ্যেই ভেঙে দিয়েছে মাটিতে চলমান সমস্ত দ্রুত গাড়ির রেকর্ড। ভাবা যায় গতিবেগ ১০১০ কিমি প্রতি ঘন্টায় । ২০১৯ সালে এই রেকর্ড বানিয়েছিল ওই ব্লাডহাউন্ড সুপারসোনিক গাড়িটি। এখন এই গাড়িটি বিক্রি করতে চাইছেন এর মালিক।

ব্লাডহাউন্ড সুপারসোনিক গাড়ির মালিক ইয়ান ওয়ারহর্স্ট আরও জানিয়েছেন, এটি এখনও প্রতি ঘন্টায় ১২৮৮ কিমি স্পিড তুলতে পারেনি। ২০১৯ সালে এই গাড়িটি দ্রুততম গাড়ি হওয়ার রেকর্ড তৈরি করেছিল কালাহারি মরুভূমিতে। তবে এখন ইয়ান চাইছে, এখন অন্য কেউ হোক এই গাড়ির মালিক। এটির অধিকার এখন অন্য কারোর হওয়া উচিৎ বলেই তাঁর মনে হয়েছে।

ইয়র্কশায়ারের বাসিন্দা আয়ান ওয়ারহর্স্ট এও জানিয়েছেন, ব্লাডহাউন্ড সুপারসোনিক গাড়িটিতে প্রতি ঘন্টা ১২৮৮ কিমি চালাতে এতে লাগাতে হবে রকেট মোটর। এর জন্য মোট খরচ হবে ৮০ কোটি ১১ লক্ষ টাকা। এরপরে এই গাড়িটি পৌঁছে যাবে সর্বোচ্চ স্পিডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *