১০ টাকার নোট রাতারাতি উধাও হয়েছিল বাজার থেকে! সৌজন্যে গরু পাচারকারীরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বাজার থেকে উধাও হয়ে যায় ১০ টাকার নোট। ২০১৬-১৭ সাল রহস্যজনক ভাবে বাজার থেকে দশ টাকার নোট উধাও হয়ে যায় মালদহ জেলার বৈষ্ণবনগর, মুর্শিদাবাদ জেলার সুতি,জলঙ্গি, লালগোলা ভগবানগোলা, ডোমকল ও রাণীনগরের মত এলাকায়। রীতিমত এলাকায় চাঞ্চল্যও ছড়িয়ে পড়ে হঠাত করে ১০ টাকার নোট উধাও হয়ে যাওয়ার ঘটনায়। পরে জানা যায় যে, বাজার থেকে ১০ টাকার নোট উধাও হয়ে গিয়েছিল গরু পাচারকারীদের সৌজন্যে।গোয়েন্দা সূত্রে আরও খবর,দশ টাকার নোটের গায়ে লেখা হতো গরু পাচারের সংকেত ও হিসেব। আর গরু পাচারকারীরা বাজার থেকে সমস্ত দশ টাকার নোট তুলে নিয়েছিল সেই কারণেই। যার ফলে রীতিমত দশ টাকার নোটের টান পড়েছিল এই সমস্ত এলাকায় বাজারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *