১ হাজার টাকা জরিমানা করোনাকালে মাস্ক না পরলেই, নির্দেশ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এই ভয়াবহ করোনাকালে যাঁরা মাস্ক পরবেন না, তাঁদের থেকে আদায় করা হবে ১ হাজার টাকা জরিমানা ।তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (KCR) এমনই নির্দেশ দিয়েছেন রাজ্য প্রশাসনকে। বৃহস্পতিবার এই সংক্রান্ত নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে। বৃহস্পতিবার কে চন্দ্রশেখর রাও যোগ দিয়েছিলেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়াল কোভিড বৈঠকে। এই বৈঠকের পরে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে। এহেন নির্দেশিকা জারি হয় সেই বৈঠকের পরেই।

রাও জানিয়েছেন, কোভিডের আরটি পিসিআর টেস্ট বাড়ানো হোক রাজ্যজুড়ে। যাঁরা সামনের সারিতে থেকে লড়াই করছেন তাঁদের যেন টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন হয় এক সপ্তাহের মধ্যে। এই কাজে ১০০ শতাংশ সাফল্য ধরে রাখতে হবে। নিশ্চিত করতে হবে প্রত্যেকে যেন মাস্ক পরে সেই বিষয়টাও। ১ হাজার টাকা জরিমানা দিতে হবে মাস্ক ছাড়া বাড়ির বাইরে বের হলেই । কোনওরকম গাফিলতি চলবে না এই নিয়মে। অন্যদিকে ৪৫ বছরে ঊর্ধ্বে প্রত্যেক নাগরিককে দিতে হবে করোনার টিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *