২৩ ফুটের কালী কাশীপুরের কল্পতরু ক্লাবের! বছর বছর অটুট এমনকি সাবেকিয়ানাতেও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : উত্তর কলকাতার কাশীপুর এলাকার ক্লাব কল্পতরু সেবা সমিতি। এখানকার বড় শ্যামাকালী পরিচিত শহর এবং শহরতলির অন্যতম বিখ্যাত কালীপুজো হিসেবেই । এবছর এই পুজো পা দিলো ৮৯তম বর্ষে। আগে ছোট করে পুজো হলেও পুজোর বহর বাড়ানো হয় ১৯৯৯ সাল থেকেই। শুরু হয় এমনকি ৩৫ ফুট বড় কালীপ্রতিমার পুজো। যা দেখতে ভিড় জমাতে শুরু করেন কলকাতা-উত্তর ২৪ পরগনার দর্শনার্থীরা। তবে গত কয়েকবছর ধরে প্রতিমার উচ্চতা কমেছে করোনা, লকডাউন এবং পুলিশের অনুমতি নিয়ে ঝঞ্ঝাটের জেরেই।

এবছর প্রতিমার উচ্চতা প্রায় ২৩ ফুট। মৃত্‍শিল্পী সুবল পাল এমনটাই জানালেন। এর আগে বেশ কয়েকবার বড় প্রতিমা বানানোর অভিজ্ঞতা থাকলেও তিনি কলকাতায় এই প্রথম এত বড় কালীপ্রতিমা বানাচ্ছেন। তবে ঝক্কিও কম নয় এত বড় ঠাকুর বানানোরও। এদিকে কাঁচামালের দামও বাড়ছে দিনকে দিন , এদিকে পুজো উদ্যোক্তাদের হাতেও মূলধন কম লকডাউনের জেরে। তাই কাটছাঁট হচ্ছে এমনকি পুজোর বাজেটেও।আর প্রতিমা তৈরির কাজ চলছে তারমধ্যেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *