“Invesmate” বাংলায় স্টক মার্কেট শেখানোর অভিনব উদ্যোগের আরেক নাম

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আজ হয়তো অনেকেই পরিচিত “Invesmate” এই নামটার সাথে, কারণ নিজের মাতৃভাষা বাংলায় স্টক মার্কেটে analysis শিখে যে আয় করা সম্ভব, পশ্চিমবঙ্গের মধ্যে সেটা প্রথম করে দেখিয়েছে ” Invesmate”-ই এবং আজ জেলায় জেলায় ছাত্র-ছাত্রীদের সাকসেস স্টোরি এও প্রমাণ করে, কেন ইনভেসমেট স্টক মার্কেট শেখার জন্য পশ্চিমবঙ্গের এক নম্বর ই-লার্নিং প্লাটফর্ম।

পশ্চিমবঙ্গের বিখ্যাত টেকনিক্যাল অ্যানালিস্ট ও “Invesmate” এর অন্যতম কর্ণধার শ্রী অরুণাভ চ্যাটার্জীর (SEBI Certified Research Analyst) শূন্য থেকে এক নম্বরে সংস্থাকে নিয়ে যাওয়ার যে জার্নি,তা সত্যিই সকল কে অনুপ্রেরণা যোগায়। “Invesmate” এর পথ চলা শুরু হয় শেয়ার মার্কেট সম্বন্ধে মানুষের যে ভ্রান্ত ধারণা আছে সেই ধারণাটাকে দূর করার তাগিদ নিয়েই। ২০১৯ সালে অরুণাভ প্রথম শুরু করেন “Invesmate” প্রতিষ্ঠানটির ,যার মূল লক্ষ্য হলো দূর করা শেয়ার মার্কেট সম্বন্ধে মানুষের মনে যে ভ্রান্ত ধারণা এবং ভয় আছে সেগুলোকে এবং মানুষকে সঠিক শিক্ষা প্রদান করা, যাতে তাঁরা শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে পারেন সম্পূর্ণভাবে নিজে শিখে।

এরপর “Invesmate” এর প্রথম সফল ব্যাচ শুরু হয় ১২০ স্কোয়ার ফুটের ছোট্ট অফিসে খুবই অল্প students নিয়ে। ২০১৯ সালে “Invesmate” e-learning প্লাটফর্ম হয়নি এবং তারপরেই আসে এক কঠিন সময়, সালটা ২০২০। করোনা ভাইরাসের দাপটে গোটা বিশ্ব যখন ধরাশায়ী ,“Invesmate”ও বাদ যায়নি সেই ঝড়ের প্রকোপ থেকে ।মানুষকে এই কঠিন সময়ে সঠিক শিক্ষার মাধ্যমে অবগত করার কাজ চলতে থাকে শেয়ার মার্কেট সমন্ধে।

আজ “Invesmate” এ ৩৫ টিরও উপর Specialized Course এবং প্রায় ২০ জনের বেশি এক্সপার্ট ট্রেইনার আছেন ।সর্বোপরি আজ “Invesmate”- এ রয়েছে দশ হাজারেরও অধিক সফল students এবং এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো আজ নির্দ্বিধায় “Invesmate” এর সাথে যুক্ত হয়েছেন যেকোনো বয়স ও যেকোনো পেশার মানুষ। তার সাথে ৩২৫ এরও বেশি ছাত্র-ছাত্রী গুগুল রিভিউ দিয়েছেন এবং যার অধিকাংশই ফাইভ স্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *