IOA উড়িয়ে দিল ১০টি দেশের অলিম্পিকে অংশগ্রহণে নিষেধাজ্ঞার কথা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আর মাত্র কয়েকদিনের অপেক্ষা টোকিও অলিম্পিক শুরু হতে। ইতিমধ্যেই প্রতিযোগিতাটি শুরু হওয়ার প্রহর গুনতে শুরু করে দিয়েছেন বিশ্বের সকল ক্রীড়াপ্রেমীরা। কিন্তু এরমধ্যেই গতকাল মালয়েশিয়ার কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছিল, বাড়তে থাকা কোভিড সংক্রমণের দিকে নজর রেখে আসন্ন টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না ভারত, মালয়েশিয়া, যুক্তরাজ্য-সহ মোট ১০টি দেশকে। আজ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি নরিন্দর বাত্রাকে এই খবরের সত্যতা জিজ্ঞেস করা হলে তিনি এই খবর উড়িয়ে দিলেন সত্যি নয় বলেই।

গতকাল মালয়েশিয়ার একটি দৈনিকে দাবি করা হয়েছিল, জাপানের সরকার সাম্প্রতিক সময়ে কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়া দেশগুলির নাম অলিম্পিকের নো-এন্ট্রি তালিকায় পাঠানোর কথা বিবেচনা করে দেখতে বলেছে সেদেশের অলিম্পিক আয়োজক কমিটিকে। সেই দৈনিকের রিপোর্ট অনুযায়ী, ভারতের নামও ভাবা হচ্ছে নো-এন্ট্রি তালিকায় পাঠানোর জন্য। কারণ সাম্প্রতিক সময়ে ভারতে এক উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে কোভিডের দ্বিতীয় ওয়েভের ধাক্কায়। মালয়েশিয়ার দৈনিকটিতে আরও দাবি করা হয়েছিল যে, ভারত, মালয়েশিয়া, যুক্তরাজ্য-সহ মোট ১০টি দেশের অলিম্পিকে অংশগ্রহণকারী অ্যাথলিট, কোচ, সাপোর্ট স্টাফদের মেনে চলতে হবে ১৪দিনের নিভৃতবাস-সহ বেশ কিছু কঠিন নিয়ম।

আজ এই খবরের সত্যতা যাচাই করার জন্য ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের(IOA) সভাপতি নরিন্দর বাত্রার সঙ্গে যোগাযোগ করা হয় দেশের এক নামী সংবাদমাধ্যমের তরফ থেকে। তিনি খবরটির সত্যতা শূন্য বলে উড়িয়ে দেন শোনা মাত্রই। বাত্রা আরও বলেন, ‘একই রকম সংবাদ এসেছিল ১৫ দিন কিংবা এক মাস আগেও। কোনও সত্যতা নেই এই খবরের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *