ISI এর চরের পাকিস্তানে ভারতীয় সেনার গোপন তথ্য পাচার সবজি বিক্রেতা সেজে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সবজি বিক্রেতা যে একজন ISI এর চর হতে পারে, দেখে তা বোঝার কোনো উপায় ছিল না। সে সেনাঘাঁটিতে ঘুরে বেড়াত সবজি নিয়ে। আসলে তার মূল কাজই ছিল সবজি বিক্রির আড়ালে সেনার গোপন তথ্য সংগ্রহ করাই। কিন্তু সে এখানেই থেমে থাকেনি। পাকিস্তানে পাচার করে দিত ভারতীয় সেনার বহু মূল্যবান গোপন তথ্য।

সাধারণ এক সবজি বিক্রেতা যে ভয়ঙ্কর চক্রান্তকারী আই এস আই এজেন্ট হতে পারে সেনাকর্মীরা তা কোনোভাবেই ভাবতে পর্যন্তও পারেননি। অবশেষে দিল্লি পুলিসের ক্রাইম ব্রাঞ্চ পর্দা ফাঁস করলো ওই সবজি বিক্রেতার। পাকিস্তানের হয়ে চর-বৃত্তির অভিযোগে সবজি বিক্রিতা হাবিব খানকে গ্রেপ্তার করা হয় রাজস্থানের পোখরান থেকে। তারপর তাকে রাজধানীতেও আনা হয়। আরও জানা গিয়েছে, ধৃত হাবিব সেনার গোপন তথ্য পাক গুপ্তচর সংস্থার হাতে তুলে দিত সবজি বিক্রেতার ছদ্মবেশে জওয়ানদের সঙ্গে ভাব জমিয়ে, তাঁদের বিশ্বাস অর্জন করেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *