Tata Motors-র নতুন গাড়ি মাইক্রো SUV, Tata Punch ভারতের বাজারে, এখনই বুকিং করে ফেলুন মাত্র ২১ হাজার টাকায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সোমবার ৪ অক্টোবর Tata Punch আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করল ভারতের বাজারে। ALFA-ARC (Agile Light Flexible Advanced Architecture) প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে টাটা মোটরস্ সংস্থার এই micro SUV গাড়িটি। এই সংস্থারই আর একটি গাড়ি Altroz-এর মতোই Impact 2.0 ডিজাইন ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে তৈরি হয়েছে Tata Punch।

গাড়িটির বুকিংও আজ থেকে শুরু হয়ে গিয়েছে আত্মপ্রকাশের সঙ্গে সঙ্গেই। সংস্থার তরফে আরও জানানো হয়েছে যে, গ্রাহকরা মাত্র ২১ হাজার টাকা দিয়ে নিজেদের গাড়ি বুক করতে পারবেন টাটা মোটরস্ ডিলারশিপ অথবা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। শুধু তা-ই নয়,টাটা মোটরস্-এর তরফে ভার্চুয়াল শো-রুম বানানো হয়েছে গ্রাহকরা গাড়ির কোন ভ্যারিয়্যান্টের মডেল বাছবেন, তার জন্যও। তবে Tata Punch-এর বাজারদর কত, প্রস্তুতকারক সংস্থা তা এখনও জানায়নি। টাটা মোটরস এই নতুন এসইউভি-র দাম প্রকাশ করবে ২০ অক্টোবরের পর।

Tata Punch গাড়িতে থাকছে ১৫-১৬ ইঞ্চির ডায়মন্ড কাট অ্যালয় চাকা। আর থাকবে কম্যান্ডিং ড্রাইভিং পজিশন এবং ১৮৭ মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স। টাটা মোটরস্-এর আরও দাবি, ৩৭০ মিলিমিটারের ওয়াটার ওয়েডিংয়ের ক্ষমতা থাকছে এই গাড়িতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *