অনুষ্ঠিত হলো মাটিগাড়া বিধান সভার সহকর্মীদের নিয়ে এক বিশেষ সাংগঠনিক সভা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : মাটিগাড়া বিধানসভার সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের। ভুয়া ভোটার এবং বিভিন্নভাবে ভোটার লিস্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে এদিনের তৃণমূল কংগ্রেসের আলোচনা সভা ছিল। এদিন বক্তব্য রাখেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পাপিয়া ঘোষ, এবং মহাকুমা পরিষদের সভাপতি অরুন ঘোষ। জেলা সভাপতি এদিন জানান আর এক বছর পর ভোট , তাই বিভিন্নভাবে সারাদেশে ভোটার নিয়ে যে কারচুপি চলছে সেটা আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে। আর এই বিষয়ে সবচাইতে বড় দায়িত্ব থাকবে আমাদের কর্মীদের। আর আমরা তো পাশে থাকবোই।

জেলা সভাপতি এদিন আরও জানান আমাদের সবাইকে বাড়িতে বাড়িতে গিয়ে বাড়ির লোকেদের সাথে কথা বলা একান্তই প্রয়োজন, তবেই হয়তো আমরা কিছু সমস্যার সমাধান করলেও করতে পারব। যে এখানে থাকেই না, তার নাম কিভাবে ভোটার লিস্টে উঠে যাচ্ছে, এবং সে যে ভোটার নয় কিভাবে আমরা বুঝতে পারবো? আমাদের দাবি সবকিছু স্বচ্ছ ভাবে হোক। আর এক বছরের মধ্যেও আমরা নিজেদের কতখানি তৈরি করতে হবে জানিনা, তবে ভোটার লিস্ট নিয়ে যে সমালোচনা তৈরি হয়েছে সেটা সমাধান করব। এই বিষয়ে আমাদের সবাইকে মানে নেতৃত্ব এবং কর্মীদের ঝাঁপিয়ে পড়তে হবে। তবে এই সমস্যা সমাধান করা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *