হাইকোর্টে রাজীব কুমার-সিবিআই মামলার টানা শুনানি হতে চলেছে ১৭ ই জুলাই থেকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সোমবার চিটফান্ড মামলায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআই-এর দেওয়া নোটিস খারিজ মামলার শুনানি স্থগিত হয়ে গেল। রাজীবের সিনিয়র আইনজীবী অসুস্থ থাকার জন্য বিচারপতি আশা অরোরা এ দিন এই মামলার শুনানি স্থগিত করে দেন । তিনি আরও জানিয়েছেন, এই মামলার শুনানি হবে আগামী ১৭ জুলাই দুপুর দুটোর সময়ে । তারপর এক নাগাড়ে টানা কয়েকদিন ধরে চলতে পারে এই মামলার শুনানি।

সুপ্রিম কোর্ট রাজীব কুমারের উপর থেকে রক্ষাকবচ তুলে নেওয়ার পর, সিবিআই নোটিস পাঠিয়েছিল তাঁকে। সেই নোটিস নিয়ে এডিজি সিআইডি-কে বারাসত কোর্টেও ধাক্কা খেতে হয়েছিল । তারপর কলকাতা হাইকোর্ট তাঁকে শর্ত সাপেক্ষে সাময়িক রক্ষাকবচ দেয় । সিবিআই-কে বলা হয়,রাজীবকে কুমারকে এখনই গ্রেফতার করা যাবে না । একই সঙ্গে রাজীবকে আদালত জানিয়ে দেয় যে , সিবিআই যখন ডাকবে, তখনই হাজিরা দিতে হবে তাকে । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে পাসপোর্টও জমা রাখতে হবে। কলকাতার বাইরে যাওয়া চলবে না কোনো মতেই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *