অকৃতিকার্য উচ্চ মাধ্যমিকে, বিক্ষোভে অংশগ্রহণকারী এক ছাত্রীর আত্মহত্যা মালদহে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ইংরেজিতে ফেল উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের পর! এমনকি আন্দোলনেও নেমেছিল পাস করানোর দাবিতে। কিন্তু শেষপর্যন্ত সেই ছাত্রী আত্মহত্যা করল দাবিপূরণ না হওয়ায়। অবশেষে ঝুলন্ত দেহ উদ্ধার হল বাড়ি থেকে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মালদহের হবিবপুর এলাকায় ।জানা গেছে মৃত ছাত্রীর নাম শম্পা হালদার।

আরও জানা গিয়েছে, ওই ছাত্রীর বাড়ি, হবিবপুরের ডুবা পাড়া এলাকায়। সে এন রায় গার্লস স্কুল থেকে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল । ওই স্কুলে মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ১৮০। পাস করেছে ৮০ জন, বাকি সবাই ফেল! কিন্তু কেন? পড়ুয়ারা এই প্রশ্ন তুলে মালদহ-বুলবুলচণ্ডী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় উচ্চমাধ্যমিকে পাস করোনার দাবিতে। এমনকী, মালদহ জেলা শিক্ষা দফতরের অফিসও ঘেরাও করা হয়। সেই আন্দোলন শম্পাও যোগ দিয়েছিল । সকালে পরিবারের লোকেরাই বাড়িতে মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান। তাঁদের দাবি, শম্পা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে পরীক্ষায় অকৃতকার্য হওয়ায়। থানায় খবরও দেওয়া হয় পরিবারের তরফে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে অবশেষে পাঠায় ময়নাতদন্তের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *