অক্ষয় তৃতীয়ার পূণ্যলগ্নে আয়োজিত হল সুপর্ণা দাশগুপ্ত-র তৈরি বুটিক শ্রীস ক্রিয়েশনের বর্ষপূর্তি অনুষ্ঠান

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : শ্রীস ক্রিয়েশন হারিয়ে যায়নি রকমারি বুটিকের মাঝে। ২৮ বছর ধরে প্রতিনিয়ত নিত্যনতুন শাড়ি ও হালকা গয়নার সরঞ্জামের আধুনিক ও ঐতিহ্যশালী ধারাকে বহন করে সুপর্ণা দাশগুপ্ত জ্ঞানমঞ্চে অক্ষয় তৃতীয়ার পূণ্যলগ্নে আয়োজন করলেন নিজের তৈরি করা বুটিক শ্রীস ক্রিয়েশন-এর বর্ষপূর্তির অনুষ্ঠানের। সাংস্কৃতিক অঙ্গনে তুলে ধরলেন এমনকি এক পরিকল্পিত নৃত্যানুষ্ঠান, ফ্যাশন শো এবং শ্রুতি নাটক। মঞ্চে উৎসবের আঙিনায় তুলে ধরলেন উৎসব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়া অর্ধশতাধিক সুন্দরী নারীদের পুরস্কার। স্ত্রীরোগ বিশেষজ্ঞ দীপান্বিতা হাজারী, অভিনেত্রী মধুমিতা চক্রবর্তী, শিশু সাহিত্যিক মৃগাঙ্ক ব্যানার্জি এবং সুপর্ণা দাশগুপ্ত পুরস্কার তুলে দিলেন শারদ সুন্দরী, শ্যামা সুন্দরী, বসন্ত সুন্দরী, বৈশাখী সুন্দরী পুরস্কারে সজ্জিত সফল প্রতিযোগীদের হাতে ।

উৎসবের সঙ্গে সাযূজ্য রেখে শারদ, শ্যামা, বসন্ত, বৈশাখীর গানে এক অভিনভ নৃত্যানুষ্ঠান পরিবেশন করলেন শর্মিষ্ঠা, বিষ্ণু ও তপন হাজরা সহ অন্যান্য বিশিষ্ট নৃত্যশিল্পীরা। মৌসুমী নায়েকের অভূতপূর্ব কোরিওগ্রাফে মিস বেঙ্গল খ্যাত সুস্মিতা রায় সহ কলকাতার জনপ্রিয় মডেল কন্যারা উৎসবের আঙিনায় সুপর্ণা দাশগুপ্ত’ রঙিন পোশাকে উজ্জ্বল এক র‌্যাম্প শো পরিবেশন করলেন ‘।সাংসদ শতাব্দি কন্যা সlমিয়ানা ব্যানার্জি এবং ছোট্ট অভিনেতা প্রজিত বোসের উপস্থাপনায় ভ্রাতৃদ্বিতীয়ার র‌্যাম্প শো ছিল দৃষ্টিনন্দন। সুপর্ণা দাশগুপ্তর সামগ্রিক ভাবনায় এদিন মঞ্চ সঞ্চালনায় ছিলেন নারায়ণ সেনগুপ্ত এবং নাইস l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *