অবশেষে সস্তা হলো রান্নার গ্যাসের মূল্য, একলাফে দাম কমলো ১০০ টাকা ৫০ পয়সা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মাসপয়লার দিনেই বড় সুখবর আমজনতার জন্য। আজ, সোমবার থেকে কমছে রান্নার গ্যাসএর সিলিন্ডারের দাম। জানা গেছে, প্রতি সিলিন্ডার এ রান্নার গ্যাসের দাম কমেছে ১০০ টাকা ৫০ পয়সা করে । ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মূল্য কমার ফলে ভর্তুকি ছাড়া রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৭৩৭.৫০ টাকা থেকে কমে হবে ৬৩৭ টাকা।সূত্রের পাওয়া খবর অনুযায়ী , আন্তর্জাতিক বাজারে তরল এলপিজির দাম এবং ডলারের দাম হ্রাস পাওয়ার জন্য গ্যাসের দামে এই মূল্যহ্রাস সম্ভব হয়েছে। গৃহস্থালির কাজে ব্যবহার করা এলপিজির দামে সরকার যে ভর্তুকি দেয় , সেই ভর্তুকি নিয়ে এখন থেকে রান্নার গ্যাসের দাম গিয়ে দাঁড়াবে ৪৯৪.৩৫ টাকা। বাকি ১৪২.৬৫ টাকা গ্যাসের উপরে দেওয়া হবে ভর্তুকি হিসেবে । সেই টাকাটা সরাসরি জমা হবে প্রতিটি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

জুন মাসের প্রথম দিন থেকেই বেড়েছিল এলপিজি সিলিন্ডারের দাম। বাজারদর অনুযায়ী, সিলিন্ডার প্রতি ২৫ শতাংশ হারে দাম বাড়ানোর ঘোষণা করেছিল ইন্ডিয়ান অয়েল। এই দাম বৃদ্ধির ফলে সরব হয়েছিল সমস্ত বিরোধী দলগুলি। এ ছাড়াও এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজ্য জুড়ে প্রতিবাদ বিক্ষোভের হুঁশিয়ারিও দিয়েছিলেন । তিনি বলেছিলেন, “নির্বাচনের পরেই কেন এলপিজির দাম বাড়ানো হল, এর তীব্র নিন্দা করছি ।”তার ঠিক এক মাস পরে অনেকটাই কমলো রান্নার গ্যাসের দাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *