আঁটসাঁট নিরাপত্তায় উপনির্বাচন শুরু হল বালিগঞ্জ, আসানসোল দুই আসনে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আজ মঙ্গলবার সকাল থেকে পশ্চিমবঙ্গের দুই আসনের উপনির্বাচন শুরু হয়েছে। রাজ্যের মূলত বালিগঞ্জ বিধানসভা আসনটি খালি হয়ে যায় প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পরে। অন্যদিকে প্রাক্তন বিজেপি নেতা বাবুল সুপ্রিয় আসানসোল লোকসভা আসন থেকে পদত্যাগ করেন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার সময়। সেই কারনে খালি হয়ে যায় ওই আসনটি। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী প্রাক্তন বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তার বিরুদ্ধে বিজেপি প্রার্থী কেয়া ঘোষ এবং বামপ্রার্থী সায়রা শাহ হালিম। অন্যদিকে আসানসোল লোকসভা কেন্দ্রে শাসকদল তৃণমূলের প্রার্থী অপর প্রাক্তন বিজেপি নেতা শত্রুঘ্ন সিনহা। তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পল এবং বামপ্রার্থী পার্থ মুখোপাধ্যায়।

সকাল থেকেই উত্তপ্ত মূলত দুই কেন্দ্রই । এদিকে বারাবনিতে অভিযোগ উঠেছে একজনের হয়ে আরেকজনের ভোট দেওয়ার। রিপোর্ট তলব এমনকি কমিশনেরও। সরানো হল প্রিসাইডিং অফিসারকে।বিজেপি এজেন্টকে বের করে দেওয়ারও অভিযোগ উঠেছে বারাবনি বিধানসভার আমনালা গ্রামের ২৪১ নম্বর বুথে। রাজ্য পুলিশ কেনও ভিতরে সেই নিয়ে প্রশ্ন করা হয় কেন্দ্রীয় বাহিনীকে।এদিকে বালিগঞ্জের সেইফি হল স্কুলে ৬৩ নং ওয়ার্ডে ইভিএম খারাপ হওয়ার খবর পাওয়া গেছে। পান্ডবেশ্বরের বেশ কিছু বুথে বিজেপির এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *