আট বছরে সর্বোচ্চ খুচরো পণ্যের মুদ্রাস্ফীতির হার, 7.79 শতাংশ বাড়ল গত এপ্রিলের তুলনায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দেশে এপ্রিল মাসে নতুন রেকর্ড স্পর্শ করল খুচরো পণ্যের মুদ্রাস্ফীতি ৷ আট বছরের মধ্যে সর্বোচ্চ অঙ্কে পৌঁছেছে মুদ্রাস্ফীতির এই হার৷ বৃহস্পতিবারএই তথ্য প্রকাশ করেছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস (এনএসও) ৷ পরিসংখ্যান বলছে, চলতি বছরের এপ্রিলে দেশে 8.38 শতাংশ দাঁড়িয়েছে মুদ্রাস্ফীতির হার৷ গত বছর এপ্রিলে 1.96 শতাংশ ছিল এই হার ৷ অর্থাৎ গত এক বছরে 7.79 শতাংশ বেড়েছে মুদ্রাস্ফীতির হার ৷ যা সর্বোচ্চ গত আট বছরের মধ্যে ৷

এর আগে 2014 সালের মে মাসে 8.33 শতাংশ হয়েছিল দেশে খুচরো পণ্যে মুদ্রাস্ফীতির হার৷ চলতি বছরের মার্চে এই মুদ্রাস্ফীতির হার ছিল 7.68 শতাংশ ৷ মূলত জ্বালানি ও খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির প্রভাবেই এই মুদ্রাস্ফীতি হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন ৷ গত কয়েকমাস ধরে বিশেষত ভারতে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ শুরুর পর থেকেই ৷ বেড়েছে এমনকি পেট্রল-ডিজেলের দাম৷ যার প্রতক্ষ প্রভাব পড়েছে বাজারেও ৷ ফলে বেড়েছে চাল,ডাল, ভোজ্য তেল থেকে কাঁচা আনাজ, মাছ, মাংস, ডিম, ফলমূলের দাম ৷ সেই প্রভাবই এই পরিসংখ্যানে উঠে এসেছে৷

এই নিয়ে দেশে মুদ্রাস্ফীতির হার চড়া টানা চার মাস৷ বিষয়টি মাথা ব্যাথার কারণ রিজার্ভ ব্যাঙ্কেরও৷ মুদ্রাস্ফীতির হার কমাতে গত সপ্তাহেই আরবিআই (রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া)40 বেসিস পয়েন্ট বাড়িয়েছিল রেপো রেট ৷ মনে করা হচ্ছে এদিনের পরিসংখ্যানের পর ফের একবার আরবিআই সুদের হার বাড়াতে পারে বলে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *