আপনি কত বছর বাঁচতে পারেন? জানা যাবে মাত্র ১০ সেকেন্ডের পরীক্ষায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আপনি কি মধ্যবয়সী এবং এক পায়ে দাঁড়াতে পারেন না ১০ সেকেন্ডের বেশি ? তাহলে সাবধান হোন এখনই। একটি সমীক্ষা প্রতিবেদন প্রকাশিত হয়েছে ব্রিটিশ জার্নাল অব স্পোর্টস মেডিসিন-এর সাম্প্রতিক সংখ্যায়। সেই প্রতিবেদন অনুসারে, যেসব মধ্যবয়সী ব্যক্তি এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারেন না ন্যূনতম ১০ সেকেন্ড, তাদের মৃত্যুর সম্ভাবনা বেশি আগামী ১০ বছরের মধ্যে।

২০০৮ থেকে ২০২০ সালের মধ্যে একটি বিশেষ সমীক্ষা চালানো হয়েছিল ১ হাজার ৭০০ জনের ওপর। সমীক্ষায় অংশগ্রহণকারীদের বয়স ছিল ৫১ থেকে ৭৫ বছরের মধ্যে। দুই হাত পাশে রেখে এক পায়ে ১০ সেকেন্ড দাঁড়িয়ে থাকতে বলা হয়েছিল সমীক্ষায় অংশগ্রহণকারীদের । প্রায় ২১ শতাংশ অংশগ্রহণকারী কাজটা করতে পারেননি। যারা পারেননি ৭১ থেকে ৭৫ বছরের মধ্যে তাদের ৫৪ শতাংশের বয়স। সমীক্ষায় এও দেখা গেছে, যারা এভাবে একপায়ে দাঁড়িয়ে থাকতে পারেননি তাদের আগামী ১০ বছরের মধ্যে মৃত্যুর সম্ভাবনা ৮৪ শতাংশ বেশি বাকিদের তুলনায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *