আমে আগুন বাজারে , তবে কিছুটা স্বস্তি লিচুতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ইতিমধ্যেই পাকা আম আসতে শুরু করেছে শহর কলকাতার বাজারে । তবে তা অনেক কম প্রয়োজনের তুলনায়। বাজারে আসা দুই-এক জাতের আমের বেশির ভাগই হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা আশপাশের এলাকার। অন্যদিকে, এখনও ভালোভাবে পাকেনি আমের জন্য বিখ্যাত উত্তরের মালদহের আম। কলকাতার খোলা বাজারে আম বিকোচ্ছে প্রতি কেজি দাম ৬০ টাকা থেকে ৮০ টাকা পর্যন্ত ।এদিকে গাছপাকা আম বিকোচ্ছে ১০০ টাকা থেকে ১২০ টাকা পর্যন্ত। সেই তুলনায় দাম কম রয়েছে লিচুর। বাজের প্রতি কেজি লিচু বিক্রি হচ্ছে ৪০ টাকা থেকে ৬০ টাকায়।

আম ব্যবসায়ীরা এও বলছেন, আবহাওয়ার কারণে আম না পাকায় বাজারে এখনো ঠিকমতো আসেনি গাছপাকা আম। রাজ্য রাজধানীতে হিমসাগর ও ভুতো ছাড়া অন্য আমের দেখা মিলছে না। তবে বাজারের অধিকাংশ দোকান ভরপুর মাদ্রাজি ও হাইব্রিড জাতের লিচুতে। তবে, বোম্বাই জাতের লিচু থেকে এ জাতের লিচু আকারে ছোট, তুলনামূলক কম মাংসল ও বিচির আকার বড় হয়ে থাকে। কিন্তু বিক্রি ভালো এ লিচুর দাম তুলনামূলক কম থাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *