উদ্ধার হল ১১৩ মিলিয়ন বছর আগের ডাইনোসরের পায়ের ছাপ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : নদী শুকিয়ে গেছে ভয়াবহ খরার কারণে , আর ১১৩ মিলিয়ন বছর আগের ডাইনোসরের পায়ের ছাপ দৃশ্যমান হয়েছে সেই নদীর তলদেশে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস শহরের একটি নদীর তীরে পাওয়া যায় এক্রোক্যান্থোসরাস নামের ওই ডাইনোসরের এই পদচিহ্ন ।যুক্তরাষ্ট্রের খরা পর্যবেক্ষকরা এও জানিয়েছেন, খরার সম্মুখীন হয়েছে প্রায় পুরো টেক্সাস শহরই। গত সপ্তাহে টেক্সাস অঙ্গরাজ্যের ৮৭ শতাংশের বেশি স্থানে তিন ধরনের খরা দেখা গেছে; সেখানে মূলত দেখা দিয়েছে গুরুতর, চরম এবং অস্বাভাবিক খরা। গ্রীষ্মকালে অতিরিক্ত শুষ্ক হয়ে যাচ্ছে, গরমের কারণে প্রায় শুকিয়েই গেছে সেন্ট্রাল টেক্সাসের একটি নদী এবং সে কারণে দেখা গেছে ডাইনোসরের পদচিহ্ন ।

টেক্সাসের ডাইনোসর ভ্যালি স্টেট পার্কের পদচিহ্নগুলো বিশ্বের সেরা কিছু সংরক্ষণের অন্যতম বলে মনে করেন সুপারিনটেনডেন্ট জেফ ডেভিস।তিনি এও জানান, দৃশ্যমান হয়েছে ডাইনোসরের যে পদচিহ্ন, তাকে বলা হয় ‘লোন রেঞ্জার ট্র্যাকওয়ে’। ধারণা করা হয়, সেখানে প্রায় ১০০ ফুট হেঁটে এসেছিল এক্রোক্যান্থোসরাস প্রজাতির ডাইনোসর। প্রায় ১৪০ টি পদচিহ্ন রয়েছে। তবে এখনও পর্যন্ত দৃশ্যমান ৬০ টি পদচিহ্ন।ডেভিস আরো জানান, তিন আঙুলবিশিষ্ট হয় এই প্রজাতির ডাইনোসররা । এরা উচ্চতায় প্রায় ১৫ ফুট লম্বা এবং ওজনে প্রায় সাত টন পর্যন্ত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *