এই প্রথমবার, কোনো তৃতীয় লিঙ্গের প্রার্থী লড়াই করছেন কেরল বিধানসভা নির্বাচনে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এই প্রথম কোনও তৃতীয় লিঙ্গের কেউ ভোটে লড়তে চলেছেন কেরল বিধানসভা নির্বাচনে৷ কেরল বিধানসভা নির্বাচন রয়েছে ২০২১ সালের এপ্রিল মাসে৷ কেরল বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন মাল্লাপুরাম জেলার ভেঙ্গারার বাসিন্দা অনন্যা কুমারি অ্যালেক্স৷ ভেঙ্গারা বিধানসভা থেকে তিনি নির্বাচনে দাঁড়াচ্ছেন ডেমোক্র্যাটিক সোশ্যাল জাস্টিস পার্টির তরফে৷ স্ক্রুটিনির পর তাঁর মনোনয়ন গ্রহণ করেছেন ভেঙ্গারার রির্টানিং অফিসার৷

অনন্যার নির্বাচনী লড়াই মূলত ইন্ডিয়ান ইউনিয়ন অফ মুসলিম লিগের পি কে কুনহালিকুট্টি এবং বাম ডেমোক্র্যাটিক ফ্রন্টের পি জিজি-র বিরুদ্ধেই৷ ত্রিমুখী এই লড়াইয়ে জয়ের ব্যাপারে বেশ আশাবাদী বলেই জানিয়েছেন অনন্যা ৷ তবে, তিনি এও বলেছেন, এটা জয় বা পরাজয়ের বিষয় নয়৷ তাঁর লক্ষ্য নিজেকে তুলে ধরা সমাজের সেই সব মানুষগুলোর প্রতিনিধি হয়েই৷ যাঁরা সমাজে আজও রয়েছেন ব্রাত্য হয়েই৷ তবে, অনন্যা প্রথম কেরলের কেবল ট্রান্সজ়েন্ডার প্রার্থীই নন, তিনি প্রথম ট্রান্স জ়েন্ডার রেডিও জকিও বটে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *