“এক্সিলেন্স অ্যাওয়ার্ড” তুলে দেওয়া হলো সমাজের বিশিষ্ট ব্যাক্তিদের হাতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কলকাতায় বিধান গার্ডেন – এ এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয়ে গেল যুগ সংস্কৃতি ন্যাস এবং নরসিংহ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে। এই অনুষ্ঠানে সন্মান জানানো হয় মূলত সমাজের কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সংস্থাকে, যারা নিজেদের যোগদান দিয়েছেন এই সমাজের উত্থানের পেছনে। এই অনুষ্ঠানে পুরস্কার প্রাপকদের মধ্যে ছিলেন বিশিষ্ট সমাজসেবক নন্দ কিশোর আগরওয়াল, বিখ্যাত চিকিৎসক সৌমজিৎ চক্রবর্তী , বিশিষ্ট ভজন গায়ক রবি বেরিওয়াল সহ অন্যান্য গণ্যমান্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এই উদ্যোগের পেছনে সক্রিয়ভাবে যাদের ভূমিকা ছিল তারা হলেন, যুগ সংস্কৃতি ন্যাস- এর চেয়ারম্যান এল সি ত্রিবেদী , যুগ সংস্কৃতি ন্যাস এর প্রতিষ্ঠাতা ধরমবীর আচার্য এবং নরসিংহ ফাউন্ডেশন – এর প্রতিষ্ঠাতা সুজিত আগরওয়াল।অনুষ্ঠান সম্পর্কে পশ্চিমবঙ্গ প্রাদেশিক মাড়োয়ারি সম্মেলনের রাজ্য সভাপতি নন্দ কিশোর আগরওয়াল এর পাশাপাশি সুচারু মতামত তুলে ধরেন এল সি ত্রিবেদী,সুজিত আগারওয়াল ও ধরমবীর আচার্য প্রমুখরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *