এক গৃহবধূর মৃত্যু হল মোবাইল ফোনের ব্যাটারি বিস্ফোরণের জেরে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল দক্ষিণ ২৪পরগনা জেলার কুলপি থানা এলাকার রামকৃষ্ণপুর অঞ্চলের এক গৃহবধূর। জানা গেছে ওই গৃহবধূর নাম শম্পা বৈরাগী । ২৫ বছর বয়সী ওই মহিলার মৃত্যুর ঘটনায় স্থানীয় মানুষ ও পুলিশ সূত্রে জানা গেছে, তিনি সোমবার দুপুরে মোবাইল চার্জে বসিয়ে ঘুমোচ্ছিলেন। এমন সময় আচমকাই ভয়াবহ বিস্ফোরণ ঘটে।তিনি এমনকি চিৎকার করতে থাকেন গুরুতর আহত অবস্থায় এবং তার আর্তচিৎকার শুনে পরিবারের লোকজনও ছুটে আসেন। তাকে উদ্ধার করা হয় চরম আশঙ্কাজনক অবস্থায় । এমনকি ভর্তি করা হয় কুলপি গ্রামীণ হাসপাতালে। পরে কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। একদিন লড়াই করার পর মঙ্গলবার সেখানে অগ্নিদগ্ধ শম্পার মৃত্যু হয়।

এদিকে স্থানীয় বাসিন্দারাও বেশ আতঙ্কিতএই ঘটনার জেরে। তবে মোবাইল কি কারণে ব্লাস্ট করল সেই কারণ স্পষ্ট নয়। তবে এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে প্রাথমিক ভাবে জানানো হয়েছে গৃহবধূ শম্পার মৃত্যু হয়েছে মোবাইলের বিস্ফোরণের কারণে।কুলপি থানার পুলিশ তার মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *