কলকাতার উড়ালপুলগুলিতেও এবার ভার্টিকাল গার্ডেন নিউ টাউনের উড়ালপুলগুলির মতো, এক অভিনব পরিবেশবান্ধব উদ্যোগ নিলো কলকাতা পুরসভা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : পথ দেখিয়েছিল প্রথমে নিউ টাউন। তারপরে সেই মডেল ফলো করে সল্টলেকে এসেছিল দুর্দান্ত সাফল্য।কলকাতা পুরসভা শহরের বুক চিরে থাকা ফ্লাইওভার গুলির নিচে ঝুলন্ত উদ্যান বা ভার্টিকাল গার্ডেন বানানোর পরিকল্পনা নিল কলকাতা শহরের বর্তমান পরিবেশ দূষণ রুখতে ।শহরের উড়ালপুলগুলিতে কলকাতা পুরসভা ভার্টিকাল গার্ডেন তৈরি করতে চলেছে।এই পরিকল্পনার মাধ্যমে শহরকে যেমন আরও সুন্দর দেখাবে, তেমন বায়ুদূষণও নিয়ন্ত্রণে থাকবে।

পুরসভা সূত্রে খবর, ভার্টিকাল গার্ডেন তৈরির জন্য প্রথমে বেছে নেওয়া হয়েছে এজেসি বোস রোড উড়ালপুলকে।ব্যস্ত রাস্তার মাঝখানে ফ্লাইওভার গুলিকে ধরে রাখে যে সমস্ত পিলারগুলি সেই পিলারের গায়ে সবুজের সমারোহ সাজিয়ে তোলা হবে অত্যাধুনিক প্রযুক্তিতে ।ঠিক হয়েছে, সবুজের বাগান তৈরি করা হবে নন্দনের সামনে থেকে বেকবাগান পর্যন্ত দেড় কিলোমিটার অংশে। মাসখানেকের মধ্যেই এই গার্ডেন তৈরির কাজ শুরু হবে। ধাপে-ধাপে উদ্যান বিভাগের তরফে ভার্টিকাল গার্ডেন তৈরি করা হবে পার্ক স্ট্রিট, মা-সহ শহরের সব উড়ালপুলেই ।তবে তার আগেও শিয়ালদহ রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ এই ধরনের উদ্যোগ নিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *