কলকাতায় পেট্রোল-ডিজেলের ফের দাম বাড়ল পুজোর মুখেই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : জ্বালানি তেলের দাম বাড়ল আবারও। কলকাতায় পেট্রোল-ডিজেল ফের মহার্ঘ্য হল পুজোর মুখেই। জানা গেছে পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি বেড়েছে ৩০ পয়সা করে। শনিবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের নতুন দাম হয়েছে ১০২ টাকা ৭৭ পয়সা। অন্যদিকে ডিজেলের দাম ৯৩ টাকা ৫৭ পয়সা হয়েছে লিটারে ৩০ পয়সা বেড়ে।

উল্লেখ্য অনেক আগেই পেট্রোলের মূল্য সেঞ্চুরি ছাড়িয়েছে কলকাতা-সহ জেলাগুলিতে।এমনকি ডিজেলও সেঞ্চুরির দোরগোড়ায়। কলকাতার বাজারে জ্বালানি তেলের দাম বাড়ল এই নিযে পরপর তিনদিন। এদিকে বাজার আগুন পেট্রোল-ডিজেলের লাগমাছাড়া মূল্য-বৃদ্ধিতে। মাথায় হাত পড়েছে এমনকি মধ্যবিত্তেরও। ফি দিন বাড়ছে এমনকি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও। মাছ, মাংস, শাক-সবজিরও দামও চড়া। বাজারদরে সরাসরি প্রভাব পড়ছে জ্বালানি তেলের দাম বাড়ার। এমনকি আমজনতারও প্রবল নাভিশ্বাস উঠছে করোনাকালে অগ্নিমূল্য বাজারদরে।

এমনিতেই বহু মানুষ কাজ হারিয়েছেন করোনার জেরে। বহু ছোট সংস্থায় তালা ঝুলেছে একটানা লকডাউন ও ব্যবসায় আর্থিক ক্ষতির জেরে। অনেকে প্রায় কাজ হারিয়েছেন । বহু মানুষ পেশা বদলাতেও বাধ্য হয়েছেন এমনকি পেটের টানেও। এই পরিস্থিতিতে পেট্রোল-ডিজেলের দাম লাগাতার বেড়ে চলেছে গত কয়েকমাস ধরে । হু-হু করে বাড়ছে এমনকি বাজারদর। শুক্রবার দাম বেড়েছে বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারেরও। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম এক লপ্তে ৩৫ টাকা বাড়ানো হয়েছে। কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে বর্তমানে ১ হাজার ৮০৫ টাকা ৫০ পয়সা। পুজোর মুখে ছোট ব্যবসায়ীরা ঘোর সমস্যায় পড়েছে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম বৃদ্ধির জেরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *