কাজে আরও গতি চাই , কলকাতা পুরসভা গাড়িতে বসাচ্ছে জিপিএস ট্র্যাকার

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অবশেষে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে কর্মসংস্কৃতি ফেরাতে। এবার থেকে নজরদারি চালান হবে কলকাতা পুরসভার গাড়িতে । তিন লক্ষ ৯২ হাজার ৬৪০ মেট্রিক টন পলি তোলার কাজ হয়েছে গত দু’‌বছরে অর্থাৎ ২০২০ থেকে ২০২২ সালে। তারপরও অভিযোগ আসে নানা জায়গা থেকে । এমনকি অভিযোগ নিকাশি নালার পলি তোলার কাজে গিয়ে কলকাতা পুরসভার গাড়ি কাজ না করে অনেক সময় দাঁড়িয়ে থাকে বলেও। এদিকে কর্মীরাও কাজে ফাঁকি দেন। আর সেই কারণেই কলকাতা পুরসভা কড়া পদক্ষেপ করছে কর্মসংস্কৃতি ফেরাতে। এবার নজরদারি চালানো হবে কলকাতা পুরসভার গাড়িতে। রাস্তায় পুরসভার কাজে দেরি হলে আগে তা জানা যেত না। এবার তা জানার জন্য জিপিএস বসবে নিকাশি বিভাগের সব গাড়িতেই। এখন বঙ্গে বর্ষা ঢুকে পড়েছে। তাই আসতেই পারে নিকাশি সমস্যার অভিযোগ। সেখানে কাজে বেরিয়ে পুরসভার গাড়ি বসে আছে নাকি চলছে এই উদ্যোগ নেওয়া হচ্ছে তা জানতেই। এদিকে কলকাতা পুরসভা সূত্রে খবর, কমিশনার বিনোদ কুমার পুরসভার অফিসগুলিতে কর্মসংস্কৃতি ফেরাতে নোটিশ দিয়েছেন। এমনকি কমিশনার পরামর্শ দিয়েছেন আচমকা পরিদর্শন করারও ।

কিন্তু সব কাজই তো আর অফিসে বসে হয় না। ফিল্ড ওয়ার্কও করতে হয় অনেক কাজে। ফিল্ড ওয়ার্কাররা রাস্তায় নিকাশির কাজ করেন। এমনকি অভিযোগ, তাঁরা কাজে ফাঁকি দেন গাড়ি নিয়ে বেরিয়েও। তাই এবার সমস্যার সমাধান হতে চলেছে। এবার সবটাই কলকাতা পুরসভার নজরদারিতে আসবে। এবার জিপিএস ট্র্যাকিং–ই একমাত্র হাতিয়ার হতে চলেছে কলকাতা পুরসভার। কলকাতা পুরসভার নিকাশি বিভাগের মেয়র পরিষদ তারক সিং সংবাদমাধ্যমে এও বলেন, ‘নজরদারি বাড়াতে কোথায় কোন গাড়ি কাজ করছে তা দেখতে পারব নিজের ঘরে বসেই। প্রয়োজনে খোঁজখবর নেওয়া সম্ভব হবে কোন গাড়ি দীর্ঘক্ষণ এক জায়গায় থাকলে তার উপরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *