কেন নীতীশ কুমার ত্যাগ করলেন পদ্মের সঙ্গ ? অবশেষে মুখ খুললেন প্রশান্ত কিশোর

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ :ভোটকূশলী প্রশান্ত কিশোর নাকি রয়েছেন নীতীশের জোটসঙ্গী বদলের নেপথ্যে। যা নিয়ে শুরু হয়েছিল চর্চা? স্বয়ং প্রশান্ত কিশোর মুখ খুলেছেন যা নিয়ে। এক সাক্ষাৎকারে ভোটকূশলী বলেছেন, ‘বিজেপির সঙ্গে স্বচ্ছন্দ্য ছিলেন না নীতীশ কুমার । ফলে জোট গড়েছেন অন্য দলের সঙ্গে।’

জেডিইউ এবং আরজেডির অবস্থান সম্পূর্ণ ভিন্ন মেরুতে দুর্নীতি সহ বেশ কয়েকটি ইস্যুতে। এবার ফের জোট গড়ে সরকার চালাবে পরস্পর বিরোধী দুই দলই। কীভাবে বিহারের পরস্পর বিরোধী ইস্যুগুলিকে মোকাবিলা করে নতুন সরকার চলে সেদিকে সবার নজর থাকবে বলে প্রশান্ত কিশোর মনে করেন।

নীতীশের এই ভোলবদলে জাতীয়স্তরের রাজনীতিতে প্রভাব পড়তে পারে বলেও বিরোধী দলগুলি মনে করছে। তাদের ধারণা বিজেপি বিরোধী লড়াইয়ে ২০২৪ সালের লোকসভা ভোটে পাটনাই দিল্লিকে পথ দেখাতে পারে বলে। নীতীশকে বিরোধী জোটের প্রধানমন্ত্রী হিসাবেও তুলে ধরা হতে পারে বলে জোর জল্পনা। জেডিইউ-য়ের জোটসঙ্গী বদলে আদৌ কতটা প্রভাব পড়বে জাতীয় রাজনীতিতে? প্রশান্ত কিশোর বলেছেন, ‘বিহার একটি বড় রাজ্য, তবে এমন সম্ভাবনা কম যে এই ঘটনাটি জাতীয় স্তরে রাজনীতিতে অবিলম্বে প্রভাব ফেলবে বলে ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *