জেলা প্রসাশন বিশেষ উদ্যোগ নিলো দিঘাকে প্লাস্টিক মুক্ত করার লক্ষ্যে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দিঘাকে প্লাস্টিক মুক্ত করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিলো পূর্ব মেদিনীপুর জেলাপ্রসাশন। পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম প্রধান সৈকত নগরী হিসেবেই পরিচিত দিঘা। সুন্দরী দিঘাতে ক্রমশ লেগেই থাকে পর্যটকদের প্রবল ভিড়। প্রতি সপ্তাহ অন্তেই এমনকি বাঙালি জাতিও সাড়া না দিয়ে থাকতে পারে না দিঘা সমুদ্র সৈকতের অমোঘ আকর্ষণে।এদিকে পরিবেশবিদরা বার বার অভিযোগ করে আসছিল দিঘাতে যত ভিড় বাড়ছে দিঘার পরিবেশ ততই দূষিত হচ্ছে।

সৈকত নগরীকে প্লাস্টিক মুক্ত করার জন্য পরিবেশবিদেরা বার বার দাবী জানিয়ে আসছিল। এবার পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন বিশেষ উদ্যোগ নিলো প্লাস্টিক মুক্ত সৈকত নগরী গড়ে তোলার জন্য। এমনকলি ৫ অক্টোবর দিঘায় যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন ও দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদও। এছাড়াও মাইক প্রচার করা হয় দিঘায় প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করতে দোকান সহ দিঘায় আসা পর্যটকদের সচেতন করতে। দিঘায় প্লাস্টিক ব্যবহার নিয়ে কঠোর প্রশাসনও। এবার থেকে জরিমানা দিতে হবে দিঘায় প্লাস্টিক ব্যবহার করলেই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *