টাকা সাজানো রয়েছে ধাপে ধাপে , পুলিশকর্মী ব্যাগ ফেরাল নগদ ৪৫ লক্ষ টাকা হাতে পেয়েও!

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ট্রাফিক কনস্টেবল নীলাম্বর সিনহা ট্রাফিক সামলাচ্ছেন ব্যস্ত রাস্তায় । সেই সময় তার প্রবল সন্দেহ হয় বেশ কিছুক্ষণ ধরেই রাস্তার পাশেই একটি কালো রঙের ব্যাগ পড়ে থাকতে দেখে। এদিকে ট্রাফিক কনস্টেবলের চক্ষু চড়কগাছ হয়ে ওঠে এগিয়ে গিয়ে ব্যাগের চেন খুলতেই। ব্যাগে থরে থরে সাজানো রয়েছে ২০০০ আর ৫০০ টাকার নোট। কী করবেন ভেবে উঠতেই নীলাম্বরের খানিক সময় চলে যায়। এরপর সেটি নিয়ে থানায় সটান হাজির হন । টাকা ভর্তি ব্যাগ তুলে দেওয়া হয় ডিউটি অফিসারের হাতে । ছত্তিশগড়ের রায়পুরের এই ঘটনা সামনে আসতেই সকলেই ট্রাফিক কনস্টেবলের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে ।

অতিরিক্ত পুলিশ সুপার সুখনন্দন রাঠোর জানিয়েছেন, “ ডিউটিরত অবস্থায় রাস্তার ধারে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেই ট্রাফিক পুলিশকর্মীর সন্দেহ হয় । এরপর ব্যাগ খুলে তিনি দেখেন নোট সাজানো রয়েছে থরে থরে। তিনি থানায় জমা করেন ব্যাগটিকে উদ্ধার করে । ব্যাগে যা নোট ছিল তার সবই ২,০০০ এবং ৫০০ টাকার”। পুলিশের তরফে জানানো হয়েছে ব্যাগটি থেকে নগদ প্রায় ৪৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বলেই। তবে কোথা থেকে এত পরিমাণ নগদ টাকা এল এখনও পুলিশ পায়নি তার কোন সন্ধান । পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *